জেলা 

বীরশিবপুর শিক্ষা নিকেতনে আন্তর্জাতিক যোগ দিবস পালন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া: সারাদেশের সঙ্গে যোগমায়া ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে সাড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল। উদ্যোক্তা ছিল বৈদিক যোগপীঠ এবং মূল কেন্দ্র ছিল বিরশিবপুর শিক্ষা নিকেতন হাই স্কুল। এছাড়াও কুমারচক হাই স্কুল, বীরশিবপুর প্রাথমিক বিদ্যালয়, ও বীরশিবপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যোগ সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেন তৃষিতা ভক্তা।

তিনি জানালেন, “বর্তমান সমাজে অতি আধুনিকতার স্পর্শে আমাদের দেশের যুবসমাজ শারীরিক ও মানসিক অবক্ষয়ের পথে এগিয়ে যাচ্ছে। এই অবক্ষয় রোধে যোগ প্রশিক্ষণ খুবই জরুরী। যোগ প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক ও মানসিক ব্যাধি সহজেই দূর করা যায়। এই কথাটা যুবসমাজকে, বিশেষ করে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছুটা হলেও যুব সমাজের অবক্ষয় রোধ হবে। এই প্রশিক্ষনে সহযোগিতা করেন অরুণ ভক্তা, জয়শ্রী ভক্তা ও তনুশ্রী থান্ডার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ