হাওড়ার ডোমজুড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন ৭০ জন তৃণমূল কর্মী
বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার, ২২ শে জুন সন্ধ্যা ৬.৩০টায়, হাওড়া জেলার ডোমজুড় পঞ্চায়েত সমিতির অন্তর্গত মহিয়াড়ী ১নং অঞ্চলের ২৮নং বুথে হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি শ্রী পলাশ ভান্ডারী-র হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নিয়ে প্রায় ৭০জন তৃণমূলের সক্রিয় নেতা-কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করে।
উপস্থিত ছিলেন প্রবীন কংগ্রেস নেতা শ্রী অলোক মুখার্জী, শ্রী কমল চক্রবর্তী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী বিকাশ বর, শ্রী শুভাশীষ দাস, জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি শ্রী বিশ্বজিৎ সরকার, জেলা কংগ্রেস নেতা সেখ ইদ্রিশ আলী, শ্রী সত্যম বাগানী, শ্রী বেচু দাস প্রমুখ।
সমগ্র সভাটি পরিচালনা করেন শ্রী গোড়াচাঁদ পল্ল্যে এবং সেখ আসিফ খান।