মানুষের রক্ত নিয়ে দরাদরি চলতে পারে না, প্রতিটা রক্তের দায় নিতে হবে নির্বাচন কমিশনকে কড়া প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের
বিশেষ প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনারের হয়ে ব্যাটিং করার ১৫ মিনিট পরেই কড়া ভাষায় প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার রাজ্যপাল জয়েনিং লেটার একসেপ্ট না করা সম্বন্ধে বলেন যে, রাজ্যপাল সমস্ত ফাইল ক্লিয়ার করে দিয়েছিলেন এবং সেই অনুসারে একটি সাংবিধানিক সংস্থার প্রধান হিসাবে রাজীব সিনহার শপথ নিয়েছেন। এই অবস্থায় ইমপিচমেন্ট ছাড়া তাকে সরানো যাবে না।
আসলে এর পেছনে রয়েছে বিজেপি। রাজনৈতিকভাবে ওই দলটি পেরে উঠতে না পেরে এখন এজেন্সির মাধ্যমে এইসব করে চলেছে বলে প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব সিনহার হয়ে ব্যাটিং করার 15 মিনিট পরেই সাংবাদিকদের কাছে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন গণতন্ত্রের নামে মানুষের রক্ত নিয়ে খেলা চলতে পারেনা। রাজ্যপালের এদিন বলেন, আমি রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম এটা ঠিকই কিন্তু সেই নির্বাচন কমিশনার সঠিকভাবে কাজ করতে পারছে না। সেজন্যই তার জয়েনিং লেটার আমি একসেপ্ট করিনি। অন্যদিকে রাজ্যজুড়েছে নির্বাচনের নামে গণতন্ত্রের নামে যে খুন রাহাজানি চলছে এটা মেনে নেওয়া যাবে না। রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট করে বলে দেন মানুষের রক্ত নিয়ে দরাদরি চলবে না প্রতিটি রক্তের জন্য দায় নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।
এখন দেখার রাজ্যপালের এই প্রতিক্রিয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যপালের এই ভূমিকায় খুশি নন তা নিয়ে কোন সন্দেহ নেই।