কলকাতা 

ড্রাগের কালো থাবা থেকে যত মুক্ত হবে সমাজ, ততই আমরা পৃথিবীকে গড়তে পারব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক : বুধবার ২১ জুন ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকের প্রভাব, মাদকের প্রতি যুবসমাজের আকর্ষণ দিনে দিনে বেড়ে চলেছে। এর পিছনে রয়েছে নানা কারণ। একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, অপরদিকে দ্রুত কমছে পারিবারিক বন্ধন। সহজে খুঁজছি আনন্দ উপভোগের সহজ পথ। তাই আজ দ্রুত হারিয়ে ফেলছি নীতি আদর্শ। আর এর কুপ্রভাব সব থেকে বেশি পড়ছে কিশোর থেকে যুব সমাজের উপর। নিঃসঙ্গতা, হতাশা, একাকিত্বে তারা আজ একেবারে নাজেহাল। ঠিক এই সুযোগেই গোপন দুষ্টচক্র সক্রিয় হয়ে তাদের হাতে তুলে দিচ্ছে ড্রাগ। এর নেশা ওই সমস্ত সম্ভাবনাময় জীবন গুলোকে ছারখার করে দিচ্ছে। এর থেকে পরিত্রাণের রাস্তা খুঁজে পেতেই হবে।

বুধবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এ সমস্ত কথাই উঠে এসেছিল কলকাতা পুলিশের নর্থ এন্ড নর্থ সাবারবান ডিভিশনের পরিচালনায় কলকাতার রাজপথে এক বর্ণাঢ্য শোভাযাত্রায়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুলিশের বিশিষ্ট আধিকারিক সহ বিভিন্ন পেশার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ তরুণ কুমার হালদার আইপিএস, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা.সুবীর গাঙ্গুলী, মেডিকেল ব্যাংকের প্রতিষ্ঠাতা ডি আশিস, এককালের ময়দান কাঁপানো ফুটবলার গৌতম সরকার। এছাড়াও ছিলেন কলকাতা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকেরা। প্রত্যেকের মুখেই উঠে এলো একই কথা, ড্রাগের কালো থাবা থেকে বিশেষ করে আমাদের যুব সমাজ যত দ্রুত মুক্ত হবে, ততই আমরা আমাদের সুন্দর পৃথিবীকে গড়ে তুলতে পারবো। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, আঞ্চলিক ক্লাব-সংগঠন এবং এলাকার সচেতন সাধারণ মানুষদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে উঠেছিল প্রানবন্ত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ