কলকাতা 

মোঃ মশিউর রহমান জামাআতের পুনরায় রাজ্য সেক্রেটারীর কার্যভার গ্রহণ করলেন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: জামাআতে ইসলামী হিন্দের পুনরায় রাজ্য সেক্রেটারী হালকা হলেন মোঃ মশিউর রহমান। ২০১৯-২৩ সালের মধ্যে জামাআতের চতুর্বার্ষিকী কর্মমেয়াদের জন্য জনাব মোঃ মশিউর রহমান সাহেব সেক্রেটারী হালকার দায়িত্ব পালন করেছেন। চলতি মীকাত তথা ২০২৩-২৭ কর্মমেয়াদের জন্য তিনি পুনরায় সেক্রেটারী হালকা হিসাবে মনোনীত হয়েছেন। রাজ্যের মজলিসে শুরার সিদ্ধান্ত অনুসারে জামাআতের সর্বভারতীয় সভাপতি জনাব সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনী সাহেব তাকে মনোনীত করেন। তিনি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার রতনপুর গ্রামের বাসিন্দা। তিনি এসআইও অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার একসময় সভাপতি ছিলেন।

মোঃ মশিউর রহমান মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সমশেরগঞ্জ ব্লকের পূর্ব রতনপুর গ্রামে ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ সাইদুর রহমান যিনি মুর্শিদাবাদ জেলা জামাআতে ইসলামী হিন্দের সহকারী জেলা নাজিম ছিলেন। পারিবারিক ভাবেই ইসলামী আন্দোলনের সাথে তিনি যুক্ত হোন। উনার ভাই সাদিকুর রহমান সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট-এর সভ-সভাপতি দায়িত্ব পালন করছেন।

Advertisement

মোঃ মশিউর রহমান সাহেব পশ্চিমবঙ্গ মাদ্রসা বোর্ড থেকে মাধ্যমিক, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে উচ্চমাধ্যমিক ও কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে একই বিষয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করে বি.এড ডিগ্রি অর্জন করেন। পেশাগত ভাবে মোঃ মশিউর রহমান সাহেব মুর্শিদাবাদের ঔরঙ্গবাদে অবস্থিত ডি.এন.সি কলেজ ইতিহাস বিভাগে অধ্যাপনা (স্যাক্ট) করছেন।

২০০৩ সালে ছাত্র সংগঠন এস.আই.ওর সদস্যপদ লাভ করেন। এস.আই.ওর ২০০৭-০৮ কার্যকালে মুর্শিদাবাদ জেলার সভাপতি, ২০০৯-১০ সালে রাজ্য সম্পাদক, ২০১১-১২ সালে যুগ্ম রাজ্য সম্পাদক ও ২০১৪-১৫ কার্যকালে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫-১৬ কার্যকালে তিনি এস.আই.ওর কেন্দ্রীয় পরামর্শ পরিষদের (সি.এ.সি) সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি জামাআতে ইসলামী হিন্দের সদস্য অর্থাৎ রুকুনিয়াত লাভ করেন। বর্তমানে তিনি দ্বিতীয়বারের জন্য জামাআতের রাজ্য সাধারণ সম্পাদক মনোনীত হলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ