দেশ 

রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা দখলের লক্ষ্যে জম্মু-কাশ্মীরে কংগ্রেস-মেহবুবা, ওমর এক হচ্ছেন, কয়েকদিনের মধ্যে প্রকাশ্যে আসবে জোট

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনবর ডেস্ক : জম্মু-কাশ্মীরের  ক্ষমতা দখলের লক্ষ্যে  কংগ্রেসের সৌজন্যে ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি শিবির এক জোট হতে  চলেছে । বুধবার দুই শিবিরের সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস-পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স প্রাক-নির্বাচনী জোট গড়ার উদ্যোগ নিতে চলেছে।সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার এ ব্যাপারে তিনদলের পক্ষ থেকে  সাংবাদিক বৈঠক করে আগামী মাসে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হওয়ার সরকার গঠনের দাবি জানানো হবে ।

মূলত রাহুল গান্ধীর উদ্যোগে  এই ত্রিমুখী  শক্তিধর রাজনৈতিক দল একত্রিত হয়েছে । মেহবুবার পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং ওমরের ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে পৃথক ভাবে জোট করার লক্ষ্য নিয়ে শুরুতেই এগিয়েছিল কংগ্রেস। জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ছ’মাস পূরণ হবে আগামী মাসেই। তার আগেই রাজ্যের শাসন ক্ষমতা দখলের শেষ চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

ক’মাস আগেই জম্মু-কাশ্মীরের বিজেপি-পিডিপি জোট সরকারের পতনের পর থেকে কংগ্রেস মেহবুবার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে। তারই ফলশ্রুতি হিসাবে দুই দলের জোট নিশ্চিত হয়। এবং একই সঙ্গে ওমরের সঙ্গেও কংগ্রেসের পৃথক ভাবে কথা হয়। ফলে দুইয়ে মিলে আগামী লোকসভা নির্বাচনে যাবতীয় অ্যাডভান্টেজ  এমনিতে ৮৭ সদস্যের জম্মু-কাশ্মীর বিধানসভায় পিডিপি, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক সংখ্যা যথাক্রমে ২৮, ১২ এবং ১৫টি। ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আদায়ে প্রয়োজনীয় ৪৪টি আসনের থেকে অনেকটাই বেশি রয়েছে তিন দলের সম্মিলিত আসন সংখ্যা (৫৫টি)।দায়ে তিন দলের জোট প্রায় নিশ্চিত।

অন্য দিকে, বিজেপি আবার হাত ধরেছে সজ্জাদ গনি লোনের পিপলস কনফারেন্সের। তবে সে দলের বিধায়ক সংখ্যা মোটে ২ জন!

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − eleven =