জেলা 

পশ্চিমবঙ্গেও নাম বদলের ধারাবাহিকতা চলছে , এবার মুর্শিদাবাদের চক ইসলামপুর হয়ে গেল চক-শান্তিপুর , প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : যোগীর রাজ্য উত্তরপ্রদেশ কিংবা মোদী রাজ্য গুজরাট নয় , খোদ সম্প্রীতির রাজ্য বলে কথিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গেও স্থান বা জায়গার নাম বদলের ধারাবহিকাত অব্যাহত । কয়েক দিন আগেই খবর প্রকাশিত হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদল করে ঈশ্বরপুর করেছে আর এসএস পরিচালিত বিদ্যালয় । এবার মুর্শিদাবাদের রানীনগর ব্লকের চক ইসলামপুরের নাম বদল করে চক শান্তিপুর করেছে আর এস এস  বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত সরস্বতী বিদ্যামন্দির নামে এক স্কুল । তাদের সাইনবোর্ডে চক ইসলামপুরের নাম চক শান্তিপুর করা হয়েছে  ।

আর এ নিয়ে এলাকায় রীতিমত শোরগোল পড়েছে । প্রশাসনিক কর্তাদের নাকের ডগায় কিভাবে জায়গার নাম পাল্টে যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে । যে জেলাকে সম্পূর্ণভাবে বিরোধী দল অর্থাৎ কংগ্রেস সিপিএম মুক্ত জেলা করার জন্য শুভেন্দু অধিকারীর মত দাপুটে তৃণমূল নেতা দায়িত্বে আছেন সেই জেলায় কীভাবে আস্ত একটা জায়গায় নাম বদল হয়ে যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে । তাহলে শাসক দলের গোচরেই নিরবে আরএসএস-বিশ্বহিন্দু পরিষদকে প্রশয় দেওয়া হচ্ছে  ? এ প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে । এতদিন তো আরএসএসের কিংবা বিশ্ব হিন্দু পরিষদ জায়গার নাম বদল করেনি, তাহলে এখন কেন করছে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কেন সক্রিয় ভূমিকায় থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ?

Advertisement

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × three =