রাজ্যপালের ডাকে রাজভবন গেলেন না নির্বাচন কমিশনার রাজীব সিনহা
বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল সি ভি আনন্দ বোস শনিবারে দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহাকে তলব করেছিলেন। কিন্তু রাজ্যপালের ডাকে রাজীব সিনহা রাজভবন গেলেন না রাজ্যপালের ডাককে একপ্রকার এড়িয়ে গেলেন রাজীব সিনহা।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়ন পত্রের স্ক্রুটিনি রয়েছে। তাই শনিবার তিনি যেতে পারছেন না। শনিবার ছাড়া অন্য যে কোনও দিন তলব করলে তিনি যেতে পারবেন বলে জানিয়েছে সেই সূত্র।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ ভাঙড়ে। রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধীরা। শুক্রবার সেই হিংসা বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সেখানে দাঁড়িয়েই হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। তার পরের দিন, শনিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীবকে তলব করেন তিনি। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে রাজভবনে তলব করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে। যদিও রাজীবের তরফে জানানো হয়েছে, তিনি শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। তবে অন্য যে কোনও দিন তলব করা হলে তিনি যেতে পারবেন।