কলকাতা 

পঞ্চায়েত নির্বাচন ২০২৩ এর সঙ্গে ২০২৩ তফাৎ কোথায়? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের চিত্রটা কি রকম ? আগের মত আছে অর্থাৎ ২০১৮ সালের পঞ্চায়েতের মতো অবস্থা নাকি ২০২৩ সালে অনেকটাই বিরোধীদের অবস্থানের পরিবর্তন হয়েছে। সন্ত্রাস অশান্তি এবং শাসক দলের দাপাদাপি পঞ্চায়েত নির্বাচনে থাকবে এটাই স্বাভাবিক অন্যদিকে মানুষের সমর্থন নিয়ে পঞ্চায়েতে টিকে থাকতে হবে বিরোধীদের। তাই স্বাভাবিকভাবেই ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস অশান্তির কাছে অনেকটাই হার মেনে নিয়েছিল বিরোধীরা এবার কি মেনেছে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর এ নিয়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা অতিক্রম হওয়ার পর হিসাব মেলাতে বসে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বিরোধীরা আগের তুলনায় অনেকটাই ভালো অবস্থান রয়েছে প্রায় ৮৫% আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা তারা রাখছে বাম কংগ্রেস এবং বিজেপি সবাই মিলে অন্তত শাসকদলকে প্রতিরোধ করতে দেখা যাচ্ছে।

কত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল ১৯টা পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪ টা পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিল। জেলা পরিষদের ৪২ টা আসনের মধ্যে ৪১ টি আসন জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৩ এর চিত্রটা উল্টো এবার উনিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে বীরভূম জেলায় মাত্র একটি পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পেরেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে জেলা পরিষদের ৪২ টা আসনে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে বীরভূমে লড়াই জমে উঠেছে। শুধু বীরভূম নয় ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনে যে কয়েকটি জেলাতে একতরফা ভাবে শাসক দল জয়লাভ করেছিল বা পঞ্চায়েত দখল করেছিল তার কয়েকটি জেলার পরিসংখ্যান তুলে ধরা হলো।

কোচবিহার জেলা পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার তথ্য:

কোচবিহারে গ্রাম পঞ্চায়েতের মোট আসন: ২৫০৭টি। জমা হয়েছে ৭৮৪০টি মনোনয়ন (তৃণমূল – ২,৭৭৪ , সিপিএম – ১,৩৩৭ , বিজেপি – ২,৩৬৪, কংগ্রেস- ৩৫১ বাকি নির্দল ও অন্যান্য দল)। পঞ্চায়েত স্তরে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ৬১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃনমুল।) পঞ্চায়েত সমিতি আসন ৩৮৩টি। মনোনয়ন জমা হয়েছে ১৪৪৯টি। (তৃণমূল – ৪২২, সিপিআইএম – ২৬৮, বিজেপি – ৪৩৬, কংগ্রেস – ৭৪, বাকি নির্দল ও অন্যান্য দল) পঞ্চায়েত সমিতি স্তরে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ১০ টি আসনে।

জেলা পরিষদ আসন ৩৪টি। জমা হয়েছে ২৩২টি। (তৃণমূল – ৩৬, সিপিআইএম – ২৬, বিজেপি – ৪৪, কংগ্রেস – ২৭ , বাকি নির্দল ও অন্যান্য দল) জেলা পরিষদে তৃণমূল বিনা প্রতিন্দন্দ্বিতায় জয়ী হয়নি কোনও আসনে।

বাঁকুড়া জেলা পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার তথ্য:

মোট গ্রাম পঞ্চায়েত: ১৯০টি,

মোট পঞ্চায়েত সমিতি: ২২টি,

মোট জেলা পরিষদ আসন : ৫৬টি,

গ্রাম পঞ্চায়েত আসন: ৩১২৯টি, জমা হয়েছে: ৮৮৫৫টি মনোনয়ন পত্র। (তৃণমূল – ৩৩৫৫, সিপিআইএম – ২১২৬, বিজেপি – ২৬৩১, কংগ্রেস – ৯৫, বাকি নির্দল ও অন্যান্য দল) পঞ্চায়েত স্তরে বিনা প্রতিন্দন্দ্বিতায় জয়ী হয়েছে ৫৮৭ টি আসনে)। পঞ্চায়েত সমিতি আসন : ৫৬১টি। জমা হয়েছে : ১৯২০টি মনোনয়ন (তৃণমূল – ৬৫৯, সিপিআইএম – ৪৩৯, বিজেপি – ৬০৯, কংগ্রেস – ৪০, বাকি নির্দল ও অন্যান্য দল) পঞ্চায়েত সমিতি স্তরে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ১০১ আসনে) । জেলা পরিষদ আসন: ৫৬টি, জমা হয়েছে: ২৮৩টি মনোনয়ন (তৃণমূল – ৬৪, সিপিআইএম – ৫৪, বিজেপি – ৭২, কংগ্রেস – ৪৫, বাকি নির্দল ও অন্যান্য দল) জেলা পরিষদে তৃণমূল বিনা প্রতিন্দন্দ্বিতায় জয়ী হয়নি কোনও আসনে।

বীরভুম জেলা পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার তথ্য:

মোট গ্রাম পঞ্চায়েত : ১৬৭

মোট পঞ্চায়েত সমিতি : ১৯

মোট জেলা পরিষদ আসন : ৫২

গ্রাম পঞ্চায়েত আসন : ২৮৫৯, জমা হয়েছে : ৭২৩০টি মনোয়ন (বি এস পি – ১০ , বিজেপি – ১৫৬৩ , সি পি আই এম – ১৫১৯ , কংগ্রেস – ৫৩৩ , ফরওয়ার্ড ব্লক – ১২০ , তৃণমুল – ২৯১৬ , নির্দল – ৪৬৬ , অন্যান্য – ১০৩ ) পঞ্চায়েত স্তরে তৃণমূল বিনা প্রতিন্দন্দ্বিতায় জয়ী হয়েছে ১০ টি পঞ্চায়েতে) পঞ্চায়েত সমিতি আসন : ৪৯০টি। জমা হয়েছে : ১৪৫৩টি মনোনয়ন (বি এস পি – ২ , তৃণমূল – ৫১৯, সিপিআইএম – ৩২৩, বিজেপি – ৩৮৪, কংগ্রেস – ৯৯ , ফরওয়ার্ড ব্লক – ২৮, নির্দল – ৭০ , অন্যান্য – ২৮) (পঞ্চায়েত সমিতি স্তরে তৃণমূল বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ১ টি পঞ্চায়েত সমিতিতে)

জেলা পরিষদ আসন : ৫২, মনোনয়ন জমা হয়েছে : ২১৪, টি (বি এস পি – ১ , তৃণমূল ৫৯, সিপিআইএম – ৪৬, বিজেপি – ৫৯, কংগ্রেস – ১৬ , ফরওয়ার্ড ব্লক – ৫ , নির্দল – ৩ , অন্যান্য – ২৫) তৃণমূল কোনও আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জিততে পারেনি।

২০১৮ সালের পঞ্চায়েত ভোটের বীরভূমের তথ্য

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়-

জেলা পরিষদ -৪২ (৪১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়)

পঞ্চায়েত সমিতি ১৯ (১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়)


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ