কলকাতা 

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের তলব তৎকালীন শিক্ষা সচিবকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হলো প্রাক্তন শিক্ষা সচিব মনীশ জৈনকে। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এই তলব করেছে আগামী কাল বৃহস্পতিবার নিজাম প্যালেসের এই আমলাকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।।সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে মণীশ জৈনকে।

প্রবীণ এই আমলার আমলে নিয়ম ভেঙ্গে এসএসসি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল জানা গেছে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে এই হামলার নাকি সই রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় কে জেরা করে আরো কিছু তথ্য কিছু তথ্য সিবিআই জানতে পেরেছে তারই ভিত্তিতে ফের তলব করা হলো এই আমলাকে।

নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি তাঁর কোনও যোগ ছিল কি না, সে বিষয়ে আধিকারিকরা স্পষ্টভাবে কিছু জানাননি। তবে মনীশ জৈন গোটা বিষয়টা জানতেন বলেই ধারণা সিবিআইয়ের। একাধিক ফাইলেও নাকি সই মিলেছে তাঁর। ফলত আগামিকাল জিজ্ঞাসাবাদ করলে এই সংক্রান্ত তথ্য মিলবে বলেই আশাবাদী তদন্তকারীরা।

এর আগে গতবছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে নিজাম প্যালেসে যান রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বের হন শিক্ষাসচিব। সেই সময় জানা গিয়েছিল, নিয়োগ সংক্রান্ত একাধিক কাগজপত্রে মণীশ জৈনের সই রয়েছে তাঁর।

ওয়াকিবহাল বহাল মনে করছে দ্বিতীয়বার প্রাক্তন শিক্ষা সচিব কে সচিবকে তলব করার ফলে একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। প্রাক্তন শিক্ষা সচিব যে কোন মুহূর্তে গ্রেফতার হয়ে যেতে পারেন বলে একটা মহল আশঙ্কা করছে। তবে সব কিছুর উত্তর পাওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার সিবিআই দপ্তরে মণীশ জৈন হাজির হলেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ