কলকাতা 

কেন্দ্রীয় আইন বিশ্ববিদ্যালয়ে রাজ্যের পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ বিল পাশ বিধানসভায়

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার এখানকার কেন্দ্রীয় আইন বিশ্ববিদ্যালয়টিতে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পঠনপাঠনের জন্যে সেখানকার মোট আসনের ত্রিশ শতাংশ আসন সংরক্ষন করেছে। আজ বিরোধীশূন্য বিধানসভায় এই সংক্রান্ত দি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিসিয়াল সায়েন্স সংশোধনী বিল ২০১৮ পাশ হয়েছে।
বিলের উপরে জবাবী ভাষনে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে সুযোগ পেয়ে বিধাননগরের এই বিশ্ববিদ্যালয়ে বাইরের রাজ্যের ছাত্র-ছাত্রীরা পড়াশুনো করলেও রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্যে এখানে কোন আসন সংরক্ষন না থাকায় অনেকেই এখানে ভর্তি হতে পারতেন না।
এই বিল পাশ হয়ে যাওয়ার পরে এখন থেকে এখানে রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্যে ত্রিশ শতাংশ আসন সংরক্ষনের পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যে টিউশন ফিতে ৫ শতাংশ ছাড় দেওয়ারও সংস্থান রয়েছে বলে তিনি জানান। অন্যান্যদের মধ্যে তৃনমূল কংগ্রেসের স্নেহাশীষ চক্রবর্তী ও সৌরভ চক্রবর্তী বিলের উপরে আলোচনায় অংশ নেন।

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × one =