কলকাতা 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করছে বর্ষা দক্ষিণে কবে জানতে হলে? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গে এলো বর্ষা ।আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করছে বর্ষা বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

এর প্রভাবে কয়েক দিন উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকেই শুরু হবে বর্ষণ। হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার ১ এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি শুরু হয়ে যেতে পারে রবিবারই। বৃষ্টির জেরে সমগ্র উত্তরবঙ্গই জ্বালাপোড়া গরমের হাত থেকে খানিকটা হলেও সাধারণ মানুষ রেহাই পাবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার দেখা পেতে এখনও কিছুটা সময় লাগবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ