কলকাতা 

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে অশান্তি কড়া বার্তা রাজ্যপালের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে মনোনয়ন পরপর শুরু হওয়ার প্রথম দিনে যেভাবে মুর্শিদাবাদের গুলি করে কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে এবং দ্বিতীয় দিন যেভাবে জেলায় জেলায় অশান্তি হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি শনিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনের তলব করেন। রাজ্যপালের তলবের কিছুক্ষণ পরেই রাজভবনে যান রাজীব সিনহা প্রায় আধঘন্টা ধরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন।

সূত্রের খবর রাজ্যপাল রীতিমতো সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছেন কিভাবে নির্বাচন সুষ্ঠ এবং অবাধ করার চাই সে বিষয়ে তাদের পরিকল্পনা কি? এদিন রাজ্যপাল স্পষ্ট করে নির্বাচন কমিশনারকে বলেছেন কোনরকম অশান্তি বরদাস্ত করা হবে না! প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করাতে হবে এই প্রস্তাব ও রাজ্যপাল নির্বাচন কমিশনার কে দিয়েছেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজ্যপাল কে জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে আদালত যদি বলে তাহলে তা অবশ্যই বিবেচনা করা হবে।

Advertisement

তবে রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন কোনোরকম অশান্তি মেনে নেওয়া যাবে না শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে হবে বলে রাজ্যপাল কার্যত নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন। পরে রাজ্যপাল এক অনুষ্ঠানে বলেছেন,‘পঞ্চায়েত নির্বাচনে কোনরকম গন্ডগোল বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনারের সাথে আমার কথা হয়েছে। স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করার কথা জানিয়েছি, কোন অশান্তি বরদাস্ত করা হবে না।’

সূত্রের খবর, জবাবে নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজ্যপালকে জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। ফলে হাইকোর্টের নির্দেশের দিকেই কমিশন তাকিয়ে রয়েছে। এর পাশাপাশি মনোনয়ন পর্ব যাতে শান্তিপূর্ণ ভাবে মেটে, তা নিশ্চিত করার জন্যও নির্বাচন কমিশনারকে পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এদিকে রাজ্যপালকে আশ্বস্ত করে নির্বাচন কমিশনার বলেছেন যেসব জেলায় অশান্তি হচ্ছে সেসব জেলার ডিএম এবং এসপিদেরকে করা বার্তা পাঠানো হয়েছে কোন রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে বলা হয়েছে। একথা ও রাজ্যপাল নির্বাচন কমিশনার কে বলেছেন ঘটনার উপরে তিনি নজর রাখছেন এ ধরনের অশান্তি হলে তিনি চুপ করে বসে থাকবেন না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ