দেশ 

কথা রাখলেন কর্নাটকের কংগ্রেস সরকার, রবিবার থেকে শুরু হচ্ছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস দল নির্বাচনী প্রতিশ্রুতি আগামীকাল রবিবার থেকে কর্নাটকে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করতে চলেছে।সূত্রের খবর, কর্নাটকের যে সমস্ত সরকারি বাসে এই সুবিধা পাওয়া যাবে, তার একটিতে নিজে থাকবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুধু তা-ই নয়, বাসের কন্ডাক্টর হয়ে মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিটও তুলে দেবেন তিনি।

কর্নাটক প্রশাসন সূত্রে খবর, রবিবার সকালে রাজ্যের মন্ত্রীরা বেঙ্গালুরু থেকে এবং বিধায়কেরা তাঁদের নিজের নিজের কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবা চালু করবেন। কংগ্রেস সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে ভোটারদের যে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার একটি হল ‘শক্তি’। কর্নাটক কংগ্রেসের বিপুল রাজনৈতিক সাফল্যের নেপথ্য এই পাঁচ প্রতিশ্রুতির যে বড় ভূমিকা নিয়েছিল, তা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতারাও।

Advertisement

এই প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের যাবতীয় সুবিধা পাবেন। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল, দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ নাজেহাল। তাই মহিলা যাত্রীদের সুরাহা করতেই সরকার বিপুল অর্থব্যয় সত্ত্বেও তাঁদের বিনামূল্য বাস পরিষেবা দেবে বলে জানিয়েছিলেন সিদ্দারামাইয়া।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ