দেশ 

অসুস্থ বালককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পুড়িয়ে মারলো সাতজনকে, উত্তাল মনিপুর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ মণিপুরে আরো বেশি উত্তপ্ত হয়ে উঠলো এক বালক শহর তিনজনকে অ্যাম্বুলেন্সের ভেতরে আগুন দিয়ে পুড়িয়ে মারল। ঘটনাটি ঘটেছে রাজধানী ইম্ফল শহরে। অসুস্থ বালকটিকে নিয়ে তার মা এবং আরেক প্রতিবেশী হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে মারমুখী জনতা জোর করে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় ফলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনজনই। এই নৃশংস ঘটনার সাক্ষী রইল মনিপুর। প্রসঙ্গত, কুকি ও মেতেই দুই জনজাতির সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। ইতিমধ্যেই সেরাজ্যে মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।

বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে সেনা ছাউনিতে আনা হয়েছিল ৭ বছরের টংসিং হাংসিং ও তার পরিবারকে। জানা গিয়েছে, তার বাবা কুকি ও মা মেতেই সম্প্রদায়ভুক্ত। সেনাছাউনিতে থাকার সময়েই বাইরের সংঘর্ষে একটি বুলেট এসে লাগে হাংসিংয়ের মাথায়। সঙ্গে সঙ্গে সেনার অ্যাম্বুল্যান্সে চাপিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

Advertisement

হাসপাতালে যাওয়ার পথে আচমকাই অ্যাম্বুল্যান্সটি ঘিরে ফেলে একদল জনতা। পাহারা দেওয়ার জন্য সেনার আধিকারিকরা থাকলেও তাঁদের আটকে দেওয়া হয়। তারপরেই অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বন্ধ গাড়ির মধ্যেই পুড়ে মৃত্যু হয় সাত বছরের বালক হাংসিং ও তার মায়ের। সঙ্গে থাকা এক প্রতিবেশিনিও আগুনে পুড়ে মারা যান।

উপজাতিদের সংঘর্ষে গত এক মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। মঙ্গলবারই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক বাঙালি বিএসএফ জওয়ানের। আরও দুই জওয়ান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেরাজ্যে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাময়িক ভাবে সংঘর্ষ থামলেও ফের নতুন করে অশান্তি ছড়িয়েছে রাজ্যের নানা প্রান্তে। এবার তার বলি হল এক সাত বছরের বালক।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপের পরেও মনিপুরের সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অনেকে মনে করছে মেইতি জনগোষ্ঠীকে বিজেপি পেছন থেকে ইন্ধন দিচ্ছে ক্ষমতাসীন দলের ইন্ধন পাওয়ার ফলে সংঘর্ষ থামছে না। মনে রাখতে হবে যে মেইতি জনগোষ্ঠী হিন্দু ব্রাহ্মণ গোষ্ঠী নামে পরিচিত অন্যদিকে মনিপুরের বাকি বাসিন্দারা অধিকাংশই হয় খ্রিস্টান না হলে মুসলিম।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ