কলকাতা 

‘পুরসভায় ঢুকে গিয়েছে সিবিআই, এবার কী শৌচাগারেও ঢুকবে?’ বুধবারের সিবিআই তল্লাশি নিয়ে প্রতিক্রিয়া মমতার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

‘পুরসভায় ঢুকে গিয়েছে সিবিআই, এবার কী শৌচাগারেও ঢুকবে?’ পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অভিযান নিয়ে আক্রমণে মমতা। কলকাতা থেকে জেলা, সকাল থেকে শুরু সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। আর সেই ইস্যুতেই কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে ২০টি জায়গায় সিবিআই তল্লাশি শুরু হয়েছে। নিউ ব্যারাকপুর, পানিহাটি, টিটাগড়, কাঁচরাপাড়া পুরসভায় থেকে কামারহাটি, হালিশহর, শান্তিপুর, কৃষ্ণনগর, দমদম পুরসভায় সিবিআই তল্লাশি চলছে। পাশাপাশি টাকি, বরানগর, বাদুরিয়া, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভাতেও তল্লাশি শুরু করেছে সিবিআই। সল্টলেকে নগরায়ন ভবন, পুর প্রশাসন ভবনে এবং ধৃত অয়ন শীলের চুঁচুড়ার বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি চলছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সকাল থেকে ১৪টা -১৬টা পুরসভায় ঢুকে গিয়েছে। এবার কি বাথরুমেও ঢুকবে? জিজ্ঞেস করুন, ওয়াশরুমেও ঢুকবে এখন? ওইটুকুই বাকি আছে। এসব করে এত বড় দুর্ঘটনা ধামা চাপা দেওয়া যায় না।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ