কলকাতা 

হঠাৎ বৃষ্টিতেও কলকাতার সহ সংলগ্ন জেলায় অস্বস্তিকর গরম কাটল না

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার বিকেলে হঠাৎই কলকাতা সংলগ্ন জেলা গুলিতে দেখা যায় মেঘের আবির্ভাব মানুষকে আনন্দ দেয়ার জন্য দুই এক ফোঁটা বৃষ্টি দেখা দিল। কিন্তু এই বৃষ্টি ছিল ক্ষনিকের। তারপর যাকে তাই। আবার বীভৎস গরমে গোটা বাংলার প্রাণ অতিষ্ঠ হয়ে পড়েছে। আবহাওয়া দফতর বলছে আগামী ১০ই জুন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলায় নেই বরং আরো বাড়বে চলবে তীব্র তাপপ্রবাহ।

আজ মঙ্গলবার সমগ্র বাংলা জুড়েই কার্যত অগ্নি ছোটা বিসর্জিত হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন বলেন , আগামী ১০ জুন অর্থাৎ শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা খানিকটা কম হলেও আর্দ্রতাজনিক অস্বস্তি থাকবেই। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গে কলকাতা-সহ সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Advertisement

তিনি আরও জানান, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে বৃষ্টি হলেও আপাতত অস্বস্তি কমার কোনও সম্ভাবনা নেই। মূলত উত্তর-পশ্চিমের শুকনো বাতাস প্রভাব বিস্তার করবে। সঙ্গে সাগর থেকে আসা জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও চরম উঠবে উপকূলের জেলাগুলিতে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পার্বত্য জেলা ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে বলে অনুমান আবহবিদদের।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ