আন্তর্জাতিক 

শব্দের চেয়ে ১৫ গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ইরান!বিস্মিত বিশ্ব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: শব্দের গতির 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে এমন এক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে নিয়ে এলো ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত আমেরিকাকে টক্কর দিতে পারে আমেরিকার শব্দ ভেদীক্ষেপ পাল্টা হিসাবে ক্ষেপণাস্ত্রের পাল্টা হিসাবে এই ক্ষেপণাস্ত যার নাম ফাত্তা।তেহরানে পরমাণু প্রকল্পকে ঘিরে মার্কিন-ইরান দ্বন্দ্বের মধ্যেই এই ক্ষেপণাস্ত্রকে প্রদর্শন করে কার্যত ওয়াশিংটনকে কড়া বার্তা দিতে চাইল ইরান, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

রাশিয়া, চিন, আমেরিকা এবং উত্তর কোরিয়া এই ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হলেও এখনও পর্যন্ত হোয়াইট হাউস কিন্তু এই ধরনের ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে উঠতে পারেনি। তবে ইরান এই ক্ষেপণাস্ত্রের আবরণ উন্মোচন করে যে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, বলাই বাহুল্য। প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে ফাত্তা। ফার্সিতে যার অর্থ ‘বিজয়ী’।

Advertisement

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”আজ আমরা অনুভব করছি যে প্রতিরোধ শক্তি গঠিত হয়েছে। এই শক্তিই আঞ্চলিক দেশগুলির জন্য স্থায়ী নিরাপত্তা ও শান্তির নোঙর।” সেই সঙ্গে ইরানের দাবি, বর্তমান কোনও সিস্টেম এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার মতো যোগ্য নয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ