জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো ধনিয়াখালী বইমেলা সাহিত্য স্মরণিকা ‘দিবাস্বপ্নের পান্ডুলিপি’ 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা ধনিয়াখালী: আজ ৪জুন ২০২৩ রবিবার সকাল ৮ টায় বেলমুড়ি আশির্বাদ লজে আনুষ্ঠানিক প্রকাশিত হলো ধনিয়াখালী বইমেলা কমিটির ২০২২-২৩ এর সাহিত্য স্মরণিকা ‘দিবা স্বপ্নের পান্ডুলিপি’। সাহিত্য স্মরণিকা প্রকাশ উপলক্ষে কমিটির তরফে আয়োজন করা হয় এক ভাবগম্ভীর রবীন্দ্র-নজরুল স্মরণ সকাল। প্রাতঃস্মরণীয় কবিদ্বয়কে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বৃহত্তর ধনিয়াখালী তথা বেলমুড়ির স্থানীয় কয়েকজন কবি সাহিত্যিক। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক স্বপন কুমার হালদার, ঔপন্যাসিক জারিফুল হক, কবি শেখ সিরাজ, বন্দনা মালিক, রাসমণি ব্যনার্জী,সতীরঞ্জন আদক, মদন ঘোষ, বইমেলা কমিটির সভাপতি মহম্মদ মহসীন, রাজু শর্মা, সুস্মিত দাস, সুলেখা চৌধুরী, সঞ্জয় কুমার নন্দী,তরুন কুন্ডু, নাসিরা বেগম, কাশীনাথ মোদক, ডা. শুকদেব ঘোষ সহ একদল কচিকাঁচা।

কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে স্বল্প কথায় প্রাঞ্জল বক্তব্য রাখেন সাহিত্যিক স্বপন কুমার হালদার ও ঔপন্যাসিক জারিফুল হক। এছাড়া উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কিংবদন্তি কবিদ্বয়কে শ্রদ্ধা নিবেদন করেন। সংগীত ও নৃত্যের মাধ্যমে কবিদের প্রতি শ্রদ্ধা জানায় স্থানীয় শিল্পীরা।

আন্তরিকতায় পরিপূর্ণ সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ‘দিবাস্বপ্নের পান্ডুলিপি’র সম্পাদক তথা বিশিষ্ট লেখক গুরুপদ মজুমদার।

রবিবারের সকালটা মনোরম কথায়, কবিতায়, গানে মুখর করে তোলার জন্য বইমেলা কমিটিকে ধন্যবাদ জানাতেই হয়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ