আন্তর্জাতিক 

মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই অনাবাসী ভারতীয়দের মন জয় করে নিলেন কংগ্রেস নেতারা রাহুল গান্ধী কিভাবে? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতার রাহুল গান্ধীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর ঘিরে সে দেশের অনাবাসী ভারতীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা চরমে উঠেছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তিনি পাঁচ দিনের জন্য আমেরিকায় থাকবেন। এই সময় আমেরিকার তিনটি শহরে তিনি বক্তব্য রাখবেন।

এদিন ক্যালিফোর্নিয়ায় সুশীল সমাজের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা যায়, ”আমি মনে করি, মোদিজি যদি ভগবানের পাশে এসে বসেন তাহলে তিনি ভগবানকে ব্যাখ্যা করতে শুরু করবেন কীভাবে এই ব্রহ্মাণ্ড চলে। আর ভগবান তার ফলে বিভ্রান্ত হয়ে যাবেন, ভাববেন আমি কী সৃষ্টি করেছি! বিষয়টা মজার, কিন্তু এরকমই চলছে। একদল মানুষ রয়েছেন, যাঁরা সব বোঝেন। তাঁরা বিজ্ঞানীদের বিজ্ঞান বুঝিয়ে দেন, ইতিহাসবিদদের ইতিহাস, সেনাকে অস্ত্র।”

তাঁর ভাষণে প্রবাসী ভারতীয়দের প্রশংসাতেও পঞ্চমুখ ছিলেন রাহুল। তিনি বলেন, ”এটাই সেই ভারত, যার আপনারা প্রতিনিধিত্ব করেন। এই মূল্যবোধের সঙ্গে একমত না হলে আপনারা এখানে পৌঁছতে পারতেন না। যদি আপনারা রাগ, ঘৃণা ও অবজ্ঞাকে প্রাধান্য দিতেন, তাহলে এখন বিজেপির বৈঠকে বসে থাকতে হত। আর আমিও ‘মন কি বাত’ করতাম।” পাশাপাশি তাঁর আরও খোঁচা, ”এরপর আমাকে বলা হবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এটা বিজেপিতে চলে না। কোনও প্রশ্ন নয়, কেবলই জবাব… ”

এদিকে আমেরিকায় পৌঁছে ইমিগ্রেশনের লাইনে ঘণ্টাদুয়েক দাঁড়িয়েছিলেন রাহুল। এপ্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”আমি একজন সাধারণ নাগরিক। আমি আর সাংসদ নই।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ