কলকাতা 

শিক্ষা দফতর ৫ই জুন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল খোলার কথা বলল মুখ্যমন্ত্রীর ঘোষণা আগামী ১৫ই জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল শিক্ষা দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন আগামী পাঁচই জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলি খুলে যাবে এবং ৭ই জুন থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে। এই ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই  আজ বুধবার নবান্ন সাংবাদিক সম্মেলন করে আরও দশ দিন ছুটি বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আগামী ১৫ই জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

গত ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। তার পর ৫ তারিখ থেকে স্কুল খোলা হবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চাওয়া হয়েছিল। এর পরেই বিজ্ঞপ্তি দিয়ে ৫ জুন থেকে স্কুল খোলার কথা জানানো হয়। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এখনই গরমের ছুটি শেষ হচ্ছে না। পাশাপাশি গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ