দেশ 

সিভিসি-র গোপন রিপোর্ট ফাঁসে ক্ষুদ্ধ সর্বোচ্চ আদালত, ভার্মা মামলার শুনানী পিছিয়ে দিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নয়াদিল্লি: মঙ্গলবারই সিবিআইয়ের নির্বাসিত অধিকর্তা অলোক ভার্মার নির্বাসন সংক্রান্ত মামলার রায় ঘোষণার কথা ছিল । কিন্তু এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগই-র নেতৃত্বাধীন বেঞ্চ সিভিসি-র গোপন রিপোর্ট সংবাদ-মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায়  ক্ষুব্ধ হয়ে মামলা শুনানি পিছিয়ে দিল ২৯ নভেম্বর।এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি রঞ্জন গগৈ বলেন, “আমরা মনে করি না, আপনারা কেউই শুনানির যোগ্য।”

মঙ্গলবার নির্ধারিত সময়ে শুনানির শুরুতেই সিবিআইয়ের বাদি এবং বিবাদি- দুইপক্ষকেই তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। যার কারণ অবশ্য গত সপ্তাহে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সিভিসি রিপোর্ট। ভার্মার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্তে নেমেছিল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন।

Advertisement

সেই রিপোর্ট হাতে পাওয়ার পরও সন্তুষ্ট হতে পারেনি সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এই রিপোর্ট প্রসঙ্গে মন্তব্য করেন , ওই রিপোর্টে মিশ্র দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এর পর ওই রিপোর্ট সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। যদিও রিপোর্টটিকে দায়িত্ব নিয়ে গোপন রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও একটি ওয়েব পোর্টালে ওই রিপোর্ট ফাঁস হয়ে যাওয়ার  কারণেই প্রধানমন্ত্রী বিচারপতি ক্ষুদ্ধ হয়ে শুনানী পিছিয়ে দেন । আগামী ২৯ নভেম্বর হবে এই মামলার শুনানী ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 2 =