কলকাতা 

কোরআন সমগ্র মানব জাতির সম্পদ, সবার ঘরে পবিত্র কোরআন পৌঁছানোর আহ্বান বিশিষ্টজনদের 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: গত ২৮ শে মে ২০২৩ রবিবার সকাল থেকে দিনভর কলকাতার রাধানাথ চৌধুরি রোডে অবস্থিত সেবা কেন্দ্রে কলকাতায় আমানত ফাউন্ডেশনের সহযোগী প্রজেক্ট দ্য কুরআন স্টাডি সার্কেলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মশালা। আলোচ্য বিষয় ছিল- সুস্থ সমাজ গঠনে কুরআনের ভূমিকা এবং কুরআন প্রচারের গুরুত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত আলেম ওলামা এবং বিশিষ্টজন। তাদের মধ্যে অন্যতম আয়োজক সংসদে প্রধান মুহাম্মদ শাহ আলম, ‘পূরের কলন‘-এর সম্পাদক ও সাবেক সাংসদ  আহমেদ হাসান ইমরান। অবসরপ্রাপ্ত বিচারক ইনতাজ আলি শাহ, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি, মাওলানা তাহেকল হক, হাজী ফাউন্ডেশনের মুকতার আলি, জামাআতে ইসলামি হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি নুরউদ্দিন শাহ, দ্য কুরআন স্টাডি সার্কেলের সম্পাদক মুহাম্মদ রাকিব হক, জালালউদ্দিন আহমেদ প্রমুখ।

এ দিন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী পবিত্র কুরআন সংকলনের ইতিহাস তুলে ধরেন এবং বলেন, কুরআন শুধু মুসলিমদের জন্য নয়, সবার জন্য এসেছে তাই বেশি বেশি করে অমুসলিমদের কাছে একে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, কুরআনের মানে বোঝা এবং আমলের মধ্যেই সবার কল্যাণ নিহিত রয়েছে।

Advertisement

এ দিকে কুরআনের বেশ কিছু আয়াত পাঠ এবং তরজমার মাধ্যমে কুরআনের শিক্ষা ও মুসলিম সমাজের করণীয় নানান  বিষয়ে আলোকপাত করেন আহমদ পুরে হাসান ইমরান। তিনি বলেন, কুরআনকে সবার কাছে তুলে ধরতে হবে। ঘরের ‘তাক’-এ কুরআন তুলে রাখার জন্য নয়, কুরআনকে পড়তে হবে এবং বুঝে আমল করতে হবে। তিনি কুরআনকে সমগ্র মানবজাতির জন্য সম্পদ বলে অভিহিত  করেন। কুরআন প্রচার ও প্রসারের জন্য  হাস্টেলে লাইব্রেরি করা, কোরালা অ্যাসোসিয়েশন-এর সঙ্গে কাজ করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ইমরান। তিনি এইসব  কাজের সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।বর্তমানে কাদিয়ানিদের কাজকর্ম ও একশ্রেণির অধ্যাপক, শিক্ষিত মানুষ সমকামিতার পক্ষে প্রচার চালাচ্ছে নিয়ে সবাইকে সচেতন হওয়ার কথাও বলেন তিনি।

কুরআনের প্রচার-প্রসারে মহিলাদেও উৎসাহিত করার আহ্বান জানান ইমরান। তাঁর কথায়, একজন পুরুষের ঈমান ঘরের চৌকাঠে এসে থেমে যায়। পক্ষান্তরে বাড়ির মহিলারা ইসলামের দাখিল হলে পুরো ঘরে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাই মহিলাদের এ ব্যাপারে উৎসাহিত করতে হবে। মহিলারা ইসলামের প্রকৃত ধারক ও বাহক।আহমদ হাসান ইমরান ও পুবের কলমআমানতের কার্যক্রম, কুরআনের প্রচার-প্রসারের কাজে নানাভাবে সক্রিয়  অংশগ্রহণ করছে। সে-কথাও ইমরান ও অন্যান্যদের বক্তব্যে উঠে আসে।

কুরআনের উপর আমল করার উপর গুরুত্ব দেওয়ার  কথা বলেন অনলাইনে যুক্ত এক বক্তা, আশরাফ আলি। ইনতাজ আলি শাহ বলেন, মুসলিমদের মধ্যে অনেক ত্রুটি-বিচ্যুতি আছে এটা ঠিককিন্তু সবাই মসজিদ ও কুরআনকে শ্রদ্ধা করে। এই শ্রদ্ধাকে আমলে পরিণত করলে সবার কল্যাণ হবে। তারপরেই তার আহ্বান, কুরআনকে বুঝে আমল করতে হবে। অমুসলিমদের কাছেও এর পয়গাম পৌঁছে দিতে হবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত জনগণের সামনে অনলাইনে বক্তব্য রাখেন আল কোরআন একাডেমী লন্ডন চেয়ারম্যান ড: হাফেজ মুনির উদ্দিন আহমেদ এবং আল কোরআন একাডেমী লন্ডনের ড: আব্দুল বারি ও আশরাফ আলী।

কর্মশালা সম্পর্কে শাহ আলম জানান, আল কুরআন বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আমরা কুরআনকে সবার কাছে তুলে ধরতে বিভিন্ন সময়ে মানুষকে কুরআনের অনুবাদের কপি তুলে দিচ্ছি। আগামী দিনে কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।

মাওলানা তাহেরুল হক বলেন, নিজের মাতৃভাষায় কুরআন না পড়লে মানুষ প্রকৃত অর্থ অনুধাবন করতে পারবে না। তাই সেদিকে সবাইকে নজর দিতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী ফাউন্ডেশন-এর সভাপতি মুকতার আলি। এ দিন বহু মানুষের মাঝে উপস্থিত ছিলেন আমিনুল আম্বিয়া, উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দা বাসারত রমযান, যার দুই পা নেই, অনেক কষ্ট করে চলাফেরা করেন, তিনিও ছিলেন অনুষ্ঠানে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ