জেলা 

সাগরদিঘি জুড়ে বাইরনের বিরুদ্ধে বিক্ষোভ আছড়ে পড়ল কংগ্রেস কর্মীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সাগরদিঘীর কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের দলত্যাগে মুষড়ে পড়েছে কংগ্রেস কর্মীরা।

সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক প্রায় ২০০ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। জানান, তিনি আসলে তৃণমূলেই ছিলেন। টিকিট না পেয়ে কংগ্রেসে গিয়েছিলেন। এর পর সোমবার সন্ধ্যা থেকেই সাগরদিঘিতে শুরু হয়েছে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। ‘বিশ্বাসঘাতক বাইরন’ স্লোগান তুলে তাঁর ছবিতে আগুন ধরান ওই কর্মীরা। সাগরদিঘি কংগ্রেস কার্যালয়ে বাইরনের ছবি এবং ফ্লেক্স ছিঁড়ে কুটিকুটি করে ফেলেন তাঁরা। একই সঙ্গে বাইরনকে ‘বিশ্বাস’ করার জন্য প্রদেশ সভাপতি তথা বহরমপুরের সংসদ অধীর চৌধুরীকেও কাঠগড়ায় তুলেছেন সাগরদিঘির কংগ্রেস নেতৃত্ব। সাগরদিঘি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সাইদুল রহমানের বক্তব্য, ‘‘কংগ্রেসের প্রতীকে সাগরদিঘি উপনির্বাচনে গাছপালাকে দাঁড় করালেও তা জিতে যেত। কিন্তু অধীরদার জেদে বাইরনকে প্রার্থী করা হয়েছিল। তার পর তো এই হল!’’

Advertisement

কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদানের খবর ছড়িয়ে পড়তেই সাগরদিঘির পাটকেলডাঙ্গার গৌরীপুর কংগ্রেস কার্যালয়েও বাইরনের ছবি, ব্যানার, ফ্লেক্স জ্বালিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে হরহরি ,বালিয়া, বখরা এলাকায় বাইরনের ছবি সম্বলিত ফ্লেক্স খুলে নেওয়া হয়। বানেশ্বর, কাবিলপুর-সহ একাধিক জায়গায় ছিঁড়ে ফেলা বাইরনের ছবি দেওয়া পোস্টার।

অন্য দিকে, বাইরনকে তীব্র আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। তিনি বলেন, ‘‘মিরজাফরের থেকেও মানুষের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা করেছেন বাইরন।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ