নবীন সংঘে ফুটবল প্রতিযোগিতা
মুদাসসির নিয়াজ: “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” – এই থিমকে সামনে রেখে নতুন প্রজন্মকে খেলার মাঠমুখী করতে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় হুগলী জেলার সিঙ্গুর থানা এলাকার বাসুবাটী শ্রীরামপুর নবীণ সংঘের মাঠে। ১৬ এপ্রিল এর শুভ সূচনা করেন এ-লাইসেন্সপ্রাপ্ত ভারতীয় রেলের ফুটবল টিমের অন্যতম প্রশিক্ষক উৎপল মুখার্জী। প্রতিযোগিতায় হাওড়া, বর্ধমান, নদীয়া এবং হুগলী জেলার দুই বিভাগে মোট ১৬টা দল অংশগ্রহণ করে।
২৮ মে রবিবার ফাইনাল খেলায় অনূর্ধ্ব ১৬ বিভাগে গুড়িয়া প্রগতি সংঘ তারকেশ্বর তীব্র প্রতিদ্বন্দিতার পর মিলন সংঘ পাণ্ডুয়াকে টসে পরাজিত করে এবং অনূর্ধ্ব ১৩ বিভাগে আনন্দময়ী স্পোটিং ক্লাব ২-১ গোলে নবীণ সংঘকে পরাজিত করে বিজয়ীর সম্মান অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপনন ও সমবায়মন্ত্রী বেচারাম মান্না। এ ছাড়াও ছিলেন প্রাক্তন জাতীয় তথা মোহনবাগান-ইষ্টবেঙ্গলের ফুটবলার প্রসেনজিৎ পাল, বাসুবাটি পঞ্চায়েতের উপ-প্রধান সুশান্ত আদক, সমাজসেবী দুখীরাম দাস। ফাইনাল খেলা শেষে প্রয়াত বিজয়কৃষ্ণ মাজী, সরযূ মাজী, অর্জুন পাত্র এবং জয়ন্ত কুমার মাজী স্মৃতি উইনার্স ও রানার্স ট্রফি উভয় বিভাগের দলের হাতে তুলে দেন। এছাড়া প্রয়াত সমাজকর্মী নীলমণি দাস ও নন্দকুমার মাজী স্মৃতি পুরস্কার খেলোয়াড়দের হতে তুলে দেন ক্লাবের সম্পাদক অরুণ কুমার পাত্র। অনূর্ধ্ব ১৬ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন দিলীপ মাণ্ডি এবং অনূর্ধ্ব ১৩ বিভাগে জিতু রায়। রেফারির ভূমিকায় ছিলেন উদয় মালিক, গোবিন্দ মালিক ও সৌগত দাস।
চলমান এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্কুলের ছাত্র এবং সাধারণ মানুষের মধ্যে দারুণ উৎসাহ, উদ্দীপনা দেখা যায়। স্হানীয় মধুবাটী সুরবালা বিদ্যামন্দিরের ক্রীড়া ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা সকলের প্রসংসার দাবি রাখে। অংশগ্রহণকারী সমস্ত ক্লাব, ফুটবল কোচিং ক্যাম্প সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন সহ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবীন সংঘের ক্রীড়া সম্পাদক প্রণব দাস।