দেশ 

নতুন সংসদ ভবন উদ্বোধনের পরেই কুস্তিগীরদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল দিল্লি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কিছুক্ষণ পরেই নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন বেশ কয়েকজন কুস্তিগীর।তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী এবং কমনওয়েলথ গেমসজয়ী। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।

ব্রিজের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রীয় শাসকদল বিজেপির সদস্য ব্রিজ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে সরানোর দাবিতে গত মাস থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করে চলেছেন ক্রীড়াবিদেরা। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তার সামনে বিক্ষোভ দেখাবেন। ‘মহিলা মহাপঞ্চায়েত’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন।

Advertisement

সেই মতো প্রস্তুত ছিল পুলিশও। গোটা দিল্লি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। জায়গায় জায়গায় ছিল ব্যারিকেড। গাড়ি আটকে চেকিং চলছে। মধ্য দিল্লিতে মোতায়েন রয়েছেন হাজার হাজার পুলিশ কর্মী। দিল্লি মেট্রোর কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ রাখা হয়। কুস্তিগিরদের কর্মসূচির অনুমোদন আগেই খারিজ করেছে পুলিশ। তার পরেও কুস্তিগিরেরা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে গোল বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেন, ‘‘আমরা ক্রীড়াবিদদের সম্মান করি। কিন্তু উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারি না।’’

অন্য দিকে, কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তিনি ঘোষণা করেছেন, দিল্লির গাজিপুর সীমান্তে জড়ো হবেন হাজার হাজার কৃষক। তার পর বিভিন্ন সীমানা বিন্দু দিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করবেন। পুলিশ আগেভাগে প্রস্তুত রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, সীমানায় কড়া প্রহরা থাকছে। প্রত্যেকটি গাড়ি চেক করে প্রবেশ করানো হবে। দিল্লি পুরসভাকে অস্থায়ী জেল তৈরির জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। পুরনো বাওয়ানায় পুরসভা চালিত প্রাথমিক স্কুলে সেই জেল তৈরি করতে চাইছে পুলিশ। সে জন্য পুরসভার অনুমতি চেয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ