দেশ 

লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সংসদীয় রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন বিজেপি নেত্রী ও বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ । তিনি ১১ বার ভোটে দাড়িয়েছেন । কিন্ত বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আসন্ন লোকসভা ভোটে আর দাঁড়াবেন না বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। আজ তিনি সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন। সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছে। শারীরিক অসুস্থতার কারণেই বিদেশমন্ত্রী আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে জানিয়েছেন।

ভোপাল থেকে ৫৬ কিমি দূরে বিদিশা লোকসভা কেন্দ্রের সাংসদ সুষমা। ইতিমধ্যেই বিদিশায় তাঁকে নিয়ে পোস্টার পড়েছে সংসদ কেন্দ্রে তাঁর অনুপস্থিতির জন্য। আজ সেই প্রেক্ষিতে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে  সুষমা স্বরাজ জানিয়ে দেন ,”আমি মনস্থির করেছি পরবর্তী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। যদিও এই বিষয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।”

Advertisement

বিজেপি সূত্রে জানা গেছে, নির্বাচনে না দাঁড়ালেও রাজ্যসভার সদস্য করে দল তাঁকে সংসদে ফিরিয়ে আনতে পারে। সংসদে সুবক্তা ও বুদ্ধিদীপ্ত আচরণের জন্য পরিচিত তিনি।
২০১৬ সালে ডায়াবিটিসজনিত সমস্যা ও কিডনি প্রতিস্থাপনের জেরে বেশ কয়েক মাস মন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন সুষমা স্বরাজ।

সুষমার পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁকে চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন। তাঁর যেন কোনও কারণে সংক্রমণ না হয়। এর আগে তিনি ১১টি নির্বাচনে লড়েছেন। এবার প্রতিদ্বন্দ্বিতা না করার পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × two =