কলকাতা 

WBJEE 2023 : পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন মোহাম্মদ সাহিল, দ্বিতীয় সোহম দাস, একনজরে মেধাতালিকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২০২৩ এর রাজ্য জয়েন এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়েছেন ডিপিএস রুপি পার্ক স্কুলের ছাত্র মোহাম্মদ সাহিল আখতার, দ্বিতীয় হয়েছেন একই স্কুলের ছাত্র সোহম দাস। আজ শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর প্রায় ৯৮ হাজার ছেলে মেয়ে এই পরীক্ষায় বসে ছিল। গত ৩০ এপ্রিল এই পরীক্ষা হয়েছিল ২৬ দিনের মাথায় ফল প্রকাশিত হলো ফল প্রকাশ করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা।

 

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী মোহাম্মদ সাহিল আখতার ও সোহম দাস দুজনই ডিপিএস রুবি পার্ক স্কুলের ছাত্র।

Advertisement

এক নজরে মেধা তালিকা: 

২০২৩ সালের জয়েন্টে তৃতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়। সারা উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রী।

চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌহার্দ্য দণ্ডপাট।

পঞ্চম হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র অয়ন গোস্বামী। সিবিএসই বোর্ডের।

ষষ্ঠ হয়েছেন সোদপুরের নারায়ণা স্কুলের অরিত্র অম্বুধ দত্ত।  সিবিএসই বোর্ডের ছাত্র।

সপ্তম হয়েছেন রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র কিন্তন সাহা।। অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্রী সাগ্নিক নন্দী। উচ্চ মাধ্যমিক বোর্ডের।

নবম হয়েছেন রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র রক্তিম কুণ্ডু।

জয়েন্টে দশম হয়েছেন কাটোয়া হোলি এঞ্জেল স্কুলের ছাত্র শ্রীরাজ চন্দ্র।। আইএসসি বোর্ডের ছাত্র।

এবার কাউন্সেলিং এ অনেকটাই পরিবর্তন করা হয়েছে, আগামী ৩০ শে জুন থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে । রাজ্যে ৩৪ হাজার ইঞ্জিনিয়ারিং সিট রয়েছে সরকারি ও বেসরকারি মিলে।পড়ুয়াদের সুবিধার জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার সরলীকরণ করল বোর্ড। সে জন্য প্রকাশ করা হয়েছে পুস্তিকা। সেই পুস্তিকা পরীক্ষার্থীদের ভাল ভাবে খতিয়ে দেখার পরামর্শ দিল বোর্ড। কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন ছাত্র-ছাত্রীরা, তা নিয়ে আগে থেকে ভাবনাচিন্তা করার কথাও বলল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ