কলকাতা 

দেশের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ইন্দিরা-মুজিব চুক্তিকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করা হচ্ছে বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ইন্দিরা গান্ধী ও মুজিবর রহমানের মধ্যে হওয়া চুক্তিকে জাতীয় নাগরিক পঞ্জীকরনের নামে রাজনৈতিক ভাবে অপব্যবহার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি আজ বিধানসভায় অভিযোগ করেছেন। আজ বিধানসভায় ছিটমহলে জমি অধিগ্রহন আইন সংক্রান্ত সংশোধনী বিলের উপরে জবাবী ভাষন দেওয়ার সময় মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেন।
তিনি বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবর রহমানের মধ্যে চুক্তি অনুযায়ী ১৯৭১ সালের ৩১ মার্চ বা তার আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাদের ভারতীয় নাগরিক হিসাবে গন্য করতে হবে । এই চুক্তি এ কথা বলা হলেও জাতীয় পঞ্জিকরনের নামে আসামে তা মানা হচ্ছে না। বিজেপির নাম না করে তিনি বলেন, এই সময়ের মধ্যে আসা অনেকের নাম রাজনৈতিক স্বার্থে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two − one =