কলকাতা 

সাড়ম্বরে পালিত হতে চলেছে রাজা রামমোহন রায়ের ২৫২-তম জন্মজয়ন্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক  : ভারত পথিক রাজা রামমোহন রায়ের ২৫২-তম জন্মদিন স্মরণীয় করে রাখতে কলকাতার রামমোহন লাইব্রেরি এন্ড ফ্রি রিডিং রুম আয়োজন করতে চলেছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। কলকাতার মানিকতলায় লাইব্রেরির নিজস্ব সভাগৃহে এই অনুষ্ঠানমালার সূচনা হবে ২০ মে। সূচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সুলেখক ড. শক্তিসাধন মুখোপাধ্যায়।

এদিন কলকাতা শহরতলী ও জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা। বিষয়: রাজা রামমোহন রায়, বাংলার নবজাগরণ ও তার ঐতিহ্য। সাধারণভাবে মৌখিক প্রশ্নোত্তরের পাশাপাশি অডিও এবং ভিস্যুয়াল প্রশ্ন এই কুইজের আকর্ষণকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যায় লাইব্রেরির বেশ কিছু দুষ্প্রাপ্য গ্রন্থ ও দুর্লভ গ্রামোফোন রেকর্ড বিভাগের উদ্বোধন ও রামমোহন রায় স্মারক বক্তৃতা প্রদান করবেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisement

অনুষ্ঠান পর্বের দ্বিতীয় দিনে অর্থাৎ ২১ মে রবিবার রাখা হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক সভার বিষয় : স্বাধীনতার ৭৫ বছরে বাংলার নবজাগরণের পুরোধা ব্যক্তিত্বরা বিস্মৃত হয়েছেন। গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিতর্ক সভায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন বিদ্যালয়ের উৎসাহী ছাত্রছাত্রীরা। তাদের প্রস্তুতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের গুণী শিক্ষক-শিক্ষিকারাও। দূর-দূরান্ত থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসবে ছাত্রছাত্রীরা। তাই, তাদের দিকে তাকিয়ে প্রথম দুদিন প্রতিযোগিতা পর্বের পর বিজয়ীদের জন্য প্রদান করা হবে বিশেষ সম্মাননা ও উপহার। অবশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের জন্য সার্টিফিকেট এবং বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রামমোহন লাইব্রেরি এন্ড ফ্রি রিডিং রুমের সম্পাদক সঞ্জিত মিত্র।

অনুষ্ঠানমালার তৃতীয় তথা শেষ দিনে থাকবে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিষয়- রামমোহন, রামমোহন লাইব্রেরি ও রবীন্দ্রনাথ এবং ব্রহ্ম সংগীতানুষ্ঠান। এদিনের প্রধান অতিথি হলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মাননীয় চিত্ততোষ মুখোপাধ্যায়। বিষয়ের উপর জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মাননীয় দেবাশিস করগুপ্ত এবং অধ্যাপিকা সবুজকলি সেন। আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদনে থাকবে রাজা রামমোহন রায় রিমেম্বারেন্স সোসাইটি।

রাজা রামমোহন রায়ের ২৫২-তম জন্মদিনে সমাজের সকলের নিকট বিশেষ করে ছাত্র-ছাত্রীদের কাছে আমাদের বার্তা, রামমোহনকে জানুন, রামমোহনকে পড়ুন। মুক্ত মন ও আধুনিক শিক্ষার প্রবর্তনে রাজা রামমোহনের আদর্শ আজও সমান প্রাসঙ্গিক এবং আগামী বহু শতক নিশ্চিতভাবে তা আমাদের পথ প্রদর্শন করবে ও শক্তি জোগাবে, জানালেন সঞ্জিত মিত্র।

লাইব্রেরির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুবীর গাঙ্গুলী জানালেন, ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরি আমাদের জন্য এক অতি বড় সম্পদ, এর ঐতিহ্য বাঙালির জন্য গর্বের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরীর সহ-সভাপতি, বহুবার তিনি বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন এখানে। আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, ভগিনী নিবেদিতা সহ বহু মনীষীর পদধূলিতে ধন্য এই লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য এই লাইব্রেরি ঐতিহ্যের গরিমা সহ আধুনিক সুযোগ-সুবিধা তুলে ধরতে অনেক দূর অগ্রসর হবে বলে প্রত্যয় ব্যক্ত করলেন সুবীর বাবু ও তার লাইব্রেরি দলের সদস্যরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ