রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করল রাজ্য
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে টানবাহানো চলছে। তা নিয়ে বিরোধীরা সমালোচনা করে চলেছে অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মত সংখ্যালঘু বিশ্ববিদ্যালয়েও কোন উপাচার্য নেই বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে সোমবার হঠাৎই উপাচার্য নিয়োগের জন্য অর্ডিন্যান্স জারি করল রাজ্য। আড়াই অডিন্যান্স সারিকে কেন্দ্র করে আবার বিতর্ক চরণে উঠেছে কারণ উপাচার্য নিয়োগের জন্য যে সার্চ কমিটি গঠিত হয়েছে সেই কমিটিতে পাঁচজনের প্রতিনিধির মধ্যে একজন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি থাকবেন বলে বলা হয়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আগেই স্থায়ী উপাচার্য নিয়োগের বিধিতে সংশোধনী এনে অর্ডিন্যান্স জারির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। গত ১৭ এপ্রিল স্থায়ী উপাচার্য নিয়োগের সংশোধিত নিয়ম অর্ডিন্যান্স হিসাবে জারি করায় অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এরপর সেটি অর্ডিন্যান্স হিসেবে জারির জন্য পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে।
এই অর্ডিন্যান্সে প্রস্তাব রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য যে পাঁচজনের কমিটি গঠন করা হবে সেই সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি ও থাকবেন। আগে এই সার্চ কমিটিতে মাত্র তিনজন প্রতিনিধি থাকতেন এখন তা বাড়িয়ে পাঁচজনের করা হয়েছে এই অর্ডিন্যান্স প্রায় মাস খানেক ধরে রাজ্যপালের দপ্তরে পড়েছিল।
ফিরিয়ে আনা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিকেও। সঙ্গে থাকবেন রাজ্যপাল তথা আচার্য, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সেনেট বা কোর্ট, উচ্চশিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা সংসদের একজন করে প্রতিনিধি। সোমবার অর্ডিন্যান্স জারি হতেই দেখা গেল, সার্চ কমিটিতে থাকবেন মুখ্যমন্ত্রীর এক প্রতিনিধিও।
প্রসঙ্গত, রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। যাঁদের অধিকাংশেরই মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩১ মে। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য আশিস চট্টোপাধ্যায়ের মেয়াদ শেষ হয়েছে আগেই। উপাচার্য পদে তাঁর মেয়াদ বৃদ্ধি না হওয়ায় বর্তমানে উপাচার্যহীন হয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।