রাম-মন্দির নির্মান বিল আসন্ন শীতকালীন অধিবেশনেই পাশ করা হবে দাবি বিজেপি সাংসদের দাবি
বাংলার জনরব ডেস্ক : আসন্ন শীতকালীন অধিবেশনেই নাকি রাম-মন্দির নির্মাণ বিল সংসদে পাশ করা হবে বলে দাবি করেছে,উত্তর প্রদেশের বিজেপি সংসদ সদস্য রবীন্দ্র কুশওয়া । তিনি বলেছেন, সংসদের শীতকালীন অধিবেশনে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য আইন পাশ করা হবে। শনিবার তিনি দলীয় কর্মীদের এক সমাবেশে দেওয়া ভাষণে ওই দাবি করেছেন।
ওই সভায় রবীন্দ্র কুশওয়ার দাবি করেছেন, আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে রাম মন্দিরের জন্য সংসদে বিল পেশ করা হবে। কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার এজন্য গত ১৬ নভেম্বরেই দলীয় সকল সাংসদকে হুইপ জারি করে সংসদের অধিবেশনের সময় দিল্লির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে।
বিজেপি এই সাংসদ আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে সংসদের শীতকালীন অধিবেশনেই রাম মন্দির নির্মাণের জন্য সংসদে আইন পাস করা হবে। মোদী, সরদার প্যাটেলকে গুরু বলে মনে করেন। প্যাটেল যেভাবে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অনিচ্ছা সত্ত্বেও সোমনাথ মন্দির পুনর্নির্মাণের জন্য আইন তৈরি করিয়েছিলেন, সেভাবেই মোদিও রাম মন্দির নির্মাণের জন্য আইন তৈরি করবেন।’
রবীন্দ্র কুশওয়া আরও বলেন, ‘যখন সংসদে রাম মন্দির নির্মাণের আলোচনা হবে তখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাস্তবতাও ধরা পড়বে তিনি কত বড় পৈতেধারী ও শিবভক্ত।’