কলকাতা 

Madhyamik 2023 : আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে বলে মঙ্গলবার ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৪১ হাজার পরীক্ষক। এপ্রিল মাসের শেষদিকেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে।  শিগগিরই ফলপ্রকাশ হবে।

Advertisement

অন্যদিকে, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত হয়েছিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা।  সংসদ সূত্রে খবর পাওয়া গিয়েছিল, এপ্রিলের শেষে মোট উত্তরপত্রের ৮০ শতাংশের নম্বর জমা পড়ে গিয়েছে। বাকি নম্বর যথাযথ সময়ে জমা পড়লে পরবর্তী দফার কাজ শুরু হয়ে যাবে।  লক্ষ্য, মে’র শেষ সপ্তাহে ফল প্রকাশ করা। যদিও এদিন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে কিছু জানাননি ব্রাত্য বসু।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ