পঞ্চায়েত নির্বাচনের আগেই কংগ্রেসের একমাত্র বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন?
বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের আগেই কি সাগরদিঘির কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন? গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে মুর্শিদাবাদের এক সভায় বলেছিলেন সাগরদিঘীর বিধায়কের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে উন্নয়নের কাজ করা।
এই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুর্শিদাবাদের একমাত্র কংগ্রেস বিধায়ক বাইরণ বিশ্বাস জানিয়ে দিলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলার জন্য দেখা করতে চান। আগামী ১১ ই মে তিনি একটি কাজে কলকাতায় আসছেন ওই সময় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করার চেষ্টা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বাইরন বিশ্বাস। আর এ কথা বলার পরেই বিজেপি বলেছে স্পষ্ট হয়ে গেল বাইরণ এবার তৃণমূলে যাবে।
আসলে সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর থেকে নানাভাবে বাইরণকে দলে নেওয়ার চেষ্টা করছে বলে খবর পাওয়া যায়। অভিষেকের আহ্বানের ঠিক পরের দিন বাইরন বিশ্বাসের কলকাতা আসার বার্তা অনেককেই ভাবাচ্ছে। যদিও মুর্শিদাবাদ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে একজন বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন তার মানে এটা নয় যে তিনি দল ত্যাগ করবেন। এ প্রসঙ্গে বাইরন বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন দল ত্যাগ করার কোন প্রশ্নই ওঠে না উন্নয়ন নিয়ে কথা বলার জন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। এর বাইরে কিছু নেই।
তবু যেন কোথাও একটা খটকা লাগছে! তাহলে কি বাইরণ পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা থেকে কংগ্রেসকে শূন্য করার যে প্রচেষ্টা চালিয়ে আসছেন তা বাইরন বিশ্বাসের মধ্য দিয়ে পূর্ণ করতে পারবেন কি? সবচেয়ে বড় কথা মুর্শিদাবাদের মানুষ যে বিশ্বাস এবং আস্থা নিয়ে বাইরন বিশ্বাসকে কংগ্রেসের টিকিটে জয়ী করেছেন সেই বিশ্বাস এবং আস্থা কি জনতার প্রতি রাখতে পারবেন বাইরন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!