দেশ 

সিবিআই-র উপর ‘ সাধারণ সম্মতি পত্র ‘ প্রত্যাহারে নারাজ কংগ্রেসের মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই নিয়ে পঞ্জাবের কংগ্রেসের  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিবিআই তদন্তের অনুমতি তারা প্রত্যাহার করছেন না। তবে রাহুল গান্ধী নির্দেশ দিলে সবাই তা মানবেন বলে জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতারা মনে করছেন , সিবিআই-র ক্ষমতা এমনিতেই কম । সিবিআই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের দূনীর্তি সরাসরি তদন্ত করতে পারে । রাজ্য সরকারের অনুমতি কিংবা আদালতের নির্দেশ ছাড়া সিবিআই রাজ্যের কোনো বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পানে না। তাই সিবিআইকে না করার কোনো যুক্তি নেই ।তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের আইনজীবী সেলের নেতা মণীশ তিওয়ারি।

এর আগে সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে একাধিকবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবারই অভিযোগ করেছেন সিবিআই সরকারি দলের মর্জি মাফিক চলছে। রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহার করার অভিযোগ করেছেন তিনি।

Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে ৬৯ রকমের অভিযোগের তদন্ত করতে পারে সিবিআই। কিন্তু আইনশৃঙ্খলা যেহেতু রাজ্যের এক্তিয়ার ভুক্ত তাই এবিষয়ে রাজ্যের অনুমতি প্রয়োজন হয়। তবে অনুমতি তুলে নেওয়া হলেও, সিবিআই যদি কোনও ক্ষেত্রে অনুমতি চায় তাহলে ৪৮ ঘন্টার মধ্যে সেবিষয়ে উত্তর দিতে হবে রাজ্যকে। অন্যদিকে, সেই তদন্ত যদি আদালতের নির্দেশে হয়, তাহলে রাজ্য সরকারের কিছুই করার নেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 4 =