জেলা 

বিধায়ক রমেন্দু সিংহ রায়ের উদ্যোগে সম্প্রীতি উৎসব তারকেশ্বরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে সম্প্রীতি উৎসব পালিত হলো। সম্প্রতি তারকেশ্বর বাসস্ট্যান্ডে ইফতার পার্টির আয়োজন করে বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়। ইফতার মজলিসের পাশাপাশি ঈদ উপলক্ষে গরিব দুস্থ মুসলিমদের মধ্যে বস্ত্র বিতরণ করেন বিধায়ক। শুধু তাই নয় ঈদের আগের দিন এবং আজ শনিবার ঈদের দিন। তারকেশ্বরের বিভিন্ন মুসলিম পাড়ায় পাড়ায় গিয়ে প্রতিটি পরিবারের সঙ্গে মিলিত হন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গরিব দুস্থদের সাহায্য করেন। এই পরম্পরা দীর্ঘ কয়েক বছর ধরে করে আসছেন বিধায়ক রামেন্দু সিংহ রায়।

সম্প্রতি অনুষ্ঠিত তারকেশ্বর বাসস্ট্যান্ডে আয়োজিত ইফতার মজলিসে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাতরা জেলা পরিষদের সদস্য শিশির সরকার সাংবাদিক নৌশাদ মল্লিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক এসই মামুন।

Advertisement

আজ শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দুই দিন ধরে তারকেশ্বর বিধানসভা এলাকায় সম্প্রীতি উৎসব পালিত হচ্ছে বিধায়ক রমেন্দু সিংহ রায়ের উদ্যোগে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ