কলকাতা 

পবিত্র ঈদের সালাতে শান্তি ও সংহতির বার্তা দিল হযরত ফাতেহ আলী শাহ ওয়াইসির মাজার সংলগ্ন মসজিদে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। বিশ্বের সমস্ত মুসলিম সম্প্রদায় এই দিনটি যথাযথভাবে পালন করছে। আজ শনিবার এই উপলক্ষে উপমহাদেশের প্রখ্যাত রসূলেনোমা পীর হযরত ফতেহ আলি শাহ ওয়াইসী রহ এর মাজার সংলগ্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এই ঈদের নামাজ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে খাদেম মুহাম্মদ আব্দুল্লাহ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য এবং সংহতির কথা বলেন। আব্দুল্লাহ সাহেব আরো বলেন ইসলামের মূল বার্তাই হল শান্তি ,সেই শান্তি এবং সংহতি রক্ষার কাজ আমরা মুসলমানদের করতে হবে।

এদিনের ঈদের জামাতে ইমামতি করেন মোহাম্মদ একরাম সাহেব। তিনি বলেন, পবিত্র ঈদের দিনে আমাদেরকে শপথ নিতে হবে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা সকলের জন্য কাজ করব। মানিক তলায় অবস্থিত ফতেহ আলী শাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মজার সংলগ্ন মসজিদে এবার মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এই মসজিদ থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত কোনো মুসলিম বসতি নেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ