জেলা 

চলে গেলেন স্বভাব কবি বুলবুল ভাই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বাংলার বিশিষ্ট কবি মোহাম্মদ আলি বুলবুল শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । জনপ্রিয় কবি মোহাম্মদ আলি বুলবুল হুগলী জেলার ধনিয়াখালী থানার আলা গ্রামের সন্তান । গত বৃহস্পতিবার বুকে সামান্য ব্যাথা অনুভব করলে তাঁকে বর্ধমানের এক নার্সিং হোমে ভর্তি করা হয় । দুদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে তাঁর মৃত্যু হয় ।

জনপ্রিয় এই স্বভাব কবি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অনেক পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা লিখতেন । বসে বসে যেকোনো বিষয় নিয়ে ছন্দ মিলিয়ে কবিতা লেখার দক্ষতা তাঁর ছিল । বর্তমান সময়ে ছন্দ মিলিয়ে কবিতা লেখার দক্ষতা তেমনভাবে দেখা যায় না । তিনি আধুনিক কবি হলে তাঁর মধ্যে ছিল অগাধ ভাষা-ঞ্জান ও ছন্দ মেলানোর অদ্ভুত মেধা । তিনি বাংলার জনরব পত্রিকার বিশেষ সংখ্যাগুলিতে নিয়মিত লিখতেন । তাঁর মৃত্যুতে বাংলার জনরব একজন স্বজন এবং সাথী হারাল । তাঁর অভাব আমরা প্রতিনিয়িত অনুভব করব । একইভাবে বাংলার কবিতা জগৎও তাঁর অভাব অনুভব করবে বলে আমাদের ধারণা ।

Advertisement

তাঁর মৃত্যুতে হুগলী জেলার সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে । মৃত্যুকালে তিনি স্ত্রী , এক পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × four =