কলকাতা 

সম্ভাব্য ঈদ-উল-ফিতরের দিন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের পরীক্ষার নির্ঘণ্ট প্রত্যাহার করার দাবি জানালেন -জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: সম্ভাব্য ঈদের দিনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত ন্যাশনাল মেডিকেল কলেজ। তা নিয়ে বাংলার জনরব প্রথম সংবাদ করে শনিবার সকালে। সংবাদটি প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। একইসঙ্গে বিভিন্ন মুসলিম সংগঠন তীব্র প্রতিবাদে গর্জে ওঠে। সম্ভাব্য ঈদের দিন পরীক্ষা প্রত্যাহার করতে হবে এই দাবিটা নিয়ে প্রেস বিবৃতি দিয়েছেন জামাতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার আমীরে হালকা মাওলানা মোঃ রফিক সাহেব।

ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে মেডিক্যাল কলেজ গুলির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৩ এপ্রিল রবিবার সম্ভাব্য ঈদ-উল-ফিতরের দিন পরীক্ষার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement:

এই নির্ঘণ্ট কে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে ২৩ এপ্রিল পরীক্ষার নির্ঘণ্ট প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব।

তিনি এক বিবৃতিতে বলেন, পবিত্র রমযান মাসের রোযা ৩০টি হলে আগামী ২৩ এপ্রিল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। অথচ সরকারের অধীনস্থ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি কিভাবে এই ধরনের দায়িত্বহীন কাজ করতে পারে? মাওলানা আব্দুর রফিক সাহেব আরো বলেন, মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ এই উৎসবের দিন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ খুবই নিন্দাজনক। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও সংখ্যালঘুমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে ফলে তিনি এর দায় এড়াতে পারেন না। আমীরে হালকা বিবৃতিতে উল্লেখ করেন, সরকার ও প্রশাসনের একটা অংশ যে সম্প্রদায়িক মনোভাব থেকে এই ধরনের অপকর্ম করছেন এটা বলার অপেক্ষা রাখেনা কারণ ইতিপূর্বে অনেকবার এই ধরনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ তা প্রত্যাহারও করেছে। প্রতিবারই এই ধরনের অপকর্ম করা হবে আর মুসলিম সম্প্রদায় এর প্রতিবাদ করবে তার পরে নির্ঘণ্ট পরিবর্তন হবে এটা চলতে পারে না।

আমীরে হালকা আরো বলেন, সংখ্যালঘু মুসলিম ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে শুধু ঈদের দিন নয় বরং ঈদের আগেরদিন ও পরেরও দিনও পরীক্ষার নির্ঘণ্ট রাখা যাবেনা কারণ, পরিবারের সাথে ঈদ পালন করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নির্ঘণ্ট।

আব্দুর রফিক সাহেব ২৩ এপ্রিল ঘোষিত বিভিন্ন মেডিক্যাল কলেজের পরীক্ষার নির্ঘণ্ট অবিলম্বে পরিবর্তন করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে করে আগামীতে কোন প্রতিষ্ঠান এই ধরনের কাজ করার সাহস না পায়।

প্রসঙ্গত শনিবার সকালে বাংলার জনরব স্পষ্ট জানিয়েছিল এই রাজ্যের মুসলিম সমাজকে কতখানি তাচ্ছিল্য এবং অবহেলার চোখে দেখা হলে সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। প্রশ্ন তোলা হয়েছে কেন ঈদের দিনে পরীক্ষার নেয়ার ব্যবস্থা করা হলো। মুখ্যমন্ত্রী সব জেনেও নিরব রয়েছেন কেন? যিনি কথায় কথায় বলেন সংখ্যালঘুদের জন্য সব কাজ তিনি করে দিয়েছেন ঈদের দিনে পরীক্ষা করে তিনি তার কাজের নমুনা কি রাখলেন?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ