দেশ 

সিবিআইকে এভাবে হঠিয়ে দিয়ে সারদা, নারদ কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়া যাবে না : অরুণ জেটলি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই নিয়ে অন্ধপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সিবিআই নিষেধাজ্ঞা নিয়ে অন্ধ্র ও পশ্চিমবঙ্গের পদক্ষেপ প্রসঙ্গে জেটলি বলেছেন, ‘‘দুর্নীতির বিষয়ে কোনও রাজ্যের সার্বভৌম ক্ষমতা নেই। তাদেরই আছে শুধু, যারা অনেক কিছু লুকোতে চায়, তাই রাজ্যে সিবিআইকে ঢুকতে দিচ্ছে না “

উল্লেখ্য সিবিআইয়ের প্রবেশের উপর গতকালই নিষেধাজ্ঞা জারি করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।  এদিকে চন্দ্রবাবুর পথ অনুসরণ করে দিনের শেষে  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের ক্ষমতায় রাশ টেনেছেন । লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে নিয়ে বিরোধীদের এহেন পদক্ষেপ ঘিরে স্বভাবতই চাপে শাসকদল। এবার সেই ঘটনাতেই মুখ খুলেছেন মোদির মন্ত্রিসভার অন্যতম প্রধান মুখ জেটলি।

Advertisement

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলের ইস্তেহার প্রকাশ করতে এসে ভোপালে এ নিয়ে মুখ খুলেছেন জেটলি। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেছেন যে, ভয় পেয়েই অন্ধ্র সরকার সিবিআইয়ের উপর এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে, সিবিআই নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ প্রসঙ্গে বলতে গিয়ে জেটলি বলেছেন যে, সিবিআইকে এভাবে হঠিয়ে দিয়ে সারদা, নারদ কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়া যাবে না।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × three =