কলকাতা 

মাওবাদী সন্দেহে গ্রেপ্তারদের মুক্তির দাবিতে বিক্ষোভ নন্দনে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মেদিনীপুর থেকে মাওবাদী সন্দেহে দিনকয়েক আগে গ্রেপ্তার করা হয়েছে সব্যসাচী গোস্বামী, সঞ্জীব মজুমদার, অর্কদ্বীপ গোস্বামী ও টিপু সুলতান নামের চার ব্যক্তিকে। তাদের মুক্তির দাবি নিয়ে আজ নন্দনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকজন।

নন্দনে আন্তর্জাতিক চলচিত্র উৎসব চলায়, সে চত্বরে তৎপর ছিল পুলিশ। সূত্রের খবর, তৎক্ষণাৎ আটক করা হয় বিক্ষোভকারীদের।  গোপন সূত্রে খবর পেয়ে কাঞ্জিমাকলি ফুটবল গ্রাউন্ডের পাশের জঙ্গলে অভিযান চালায় গোয়ালতোড় থানার পুলিশ।

Advertisement

জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় সেখানে। গ্রেপ্তার করা হয় চার সন্দেহভাজন মাওবাদীকে। ধৃতদের কাছ থেকে নকশাল পন্থার বেশ কিছু বই ও নথি উদ্ধার করা হয়েছে।

তাদের মুক্তির দাবিতে আজ নন্দনের সামনে বিক্ষোভ শুরু করে নির্বাণ, ঋত্বিক, সুরঞ্জনা, সৃজন, সৌরদীপ্তা, দেবপর্ণা, রিন্টু ও শুভদীপ। তারা বামপন্থী ছাত্র সংগঠন কর্মী বলেজানা গেছে। পুলিশ তৎক্ষণাৎ আটক করে তাদের।

এদিকে আজ তাদের মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর । সংগঠনের সভাপতি রঞ্জিত শূর বলেন, “আমরা এই ঘটনার নিন্দা করছি। অবিলম্বে সবার মুক্তির দাবি জানাচ্ছি।” অসমর্থিত সূত্রে খবর, আরও ২ জনকে আটক করেছে পুলিশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + nineteen =