কলকাতা 

“ভোটের ফল প্রকাশ হলে দেখবেন, বিজেপি মূর্তি (স্ট্যাচু) হয়ে গিয়েছে” কটাক্ষ তৃণমূল নেত্রীর ,বিজেপির ‘রথযাত্রা‘র পাল্টা ‘একতা যাত্রা‘-র ডাক মমতার

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-কে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিজার্ভ ব্যাঙ্ক থেকে সিবিআই-এর অন্তর্দ্বন্দ্বের কথা উল্লেখ করে মমতা বলেন, দেশের সব প্রতিষ্ঠানগুলিকেই ধ্বংস করে দিতে চাইছে বিজেপি। এইসব কেন্দ্রীয় সংস্থাগুলির স্বাধীন কাজে বাধা সৃষ্ট্রি করছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা  করতে তাঁর দল যে বদ্ধ পরিকর সে কথাও  জানিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন,রাজ্যে বিজেপির রথযাত্রার পাল্টা তৃণমূল কর্মীদের ‘একতা যাত্রা’ করতে হবে। ধ্বংস নয় , সৃষ্টিই আমাদের লক্ষ্য । সাম্প্রদায়িকতা নয় , সম্প্রীতিই আমাদের প্রধান লক্ষ্য । সেই লক্ষ্যে আমাদেরকে একতা যাত্রা করতে হবে ।

মমতা এদিন আরও বলেন, “মূর্তি তৈরি করাকে এই দলটা ভোটের ইস্যুতে পরিণত করেছে। এরপর ভোটের ফল প্রকাশ হলে দেখবেন, ওরাই মূর্তি (স্ট্যাচু) হয়ে গিয়েছে”।

Advertisement

এনআরসি ইস্যু নিয়েও এদিন বিজেপিকে তুলোধনা করেছেন মমতা। তাঁর মতে, এনআরসি-তে বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির প্রতিফলনই দেখা যাচ্ছে।

উল্লেখ্য, আগামী বছর ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি বিরোধী শক্তিগুলিকে নিয়ে মেগা সম্মেলনের ডাক দিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, সেই সভাতে দেশের সব বিরোধী দলগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী স্লোগান তোলেন, “বিজেপি হঠাও, দেশ বাঁচাও”।

 

 

 


শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × four =