কলকাতা 

ইসলামী প্রকাশনী ট্রাস্টের উদ্যোগে বাংলা ভাষায় নতুন আঙ্গিকে প্রকাশিত হলো তরজমা – এ- কুরআন মাজীদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রচেষ্টার পরে বাংলা ভাষায় নতুন আঙ্গিকে প্রকাশিত হলো সাইয়েদ আবুল আলা মওদুদী (রহ:) এর তরজমা – এ- কুরআন মাজীদ।

বিগত দুই বছরের পরিশ্রম ও প্রচেষ্টার ফলে আজকে বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টের অফিসে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হলো। সাধারন বাংলা ভাষাভাষী মানুষের কাছে কুরআনের অনুবাদ আরো সহজ ও সরল করার উদ্দেশ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছিলো। দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আজকে প্রিন্ট আকারে সুন্দর ভাবে সেই প্রচেষ্টা সফল হলো।

Advertisement

আজকে অনুষ্ঠিত ভাবে তরজমা এ কুরআন মাজীদ প্রকাশ সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান তথা আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান সাবেক আমীরে হালকা রহমত আলী খান সাহেব, সাবেক সাংসদ আহমেদ হাসান ইমরান সাহেব, ট্রাস্টের সাবেক সেক্রেটারি সেখ নাসিম আলি সাহেব, ট্রাস্টের সেক্রেটারি নাসিরউদ্দিন সাহেব, মীযান পত্রিকার সম্পাদক ডা: মশিহুর রহমান সাহেব, বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টের ট্রাস্টি যথাক্রমে মাওলানা তাহেরুল হক সাহেব, মাওলানা এ এফ এম খালিদ সাহেব, মসিউর রহমান সাহেব, শাদাব মাসুম সাহেব প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজার মহিমুদ্দিন সাহেব, সাবেক ম্যানাজার আবুল হাসান সাহেব, রাজ্য বিভাগীয় সম্পাদক জুলফিকার আলী গাজী সাহেব, এস. আই.ওর রাজ্য সভাপতি সাইদ আল মামুন সাহেব, বিভিন্ন জেলার জেলা নাজিম ও সহকারী জেলা নাজিমগণ প্রমুখ।

আলোচনায় বক্তারা BIPT এর পথচলার নানা ইতিহাস নিয়ে আলোকপাত করেন। আমীরে হালকা তাঁর ভাষণে এই মহতী কাজের পিছনে যে সমস্ত ভাইয়েরা মেহনত করেছেন, পরামর্শ দিয়েছেন ও আর্থিক সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে মহান আল্লাহর কাছে দুআ করেন তিনি যাতে এই ভাইদের মেহনত ও প্রচেষ্টাকে কবুল করে নেন।

এই নতুন আঙ্গিকে প্রকাশিত কুরআন পেতে আজই বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টে যোগাযোগ করুন। এই মূল্য রাখা হয়েছে ৯৭৫ টাকা। তবে রমজানের জন্য বিশেষ ছাড় রয়েছে।

খুবই সুন্দর ও প্রাঞ্জল ভাষায় প্রকাশিত এবং সুন্দর ডিজাইনের এই তরজমা এ কুরআন নিজের সংগ্রহে রাখুন ও অন্যকে নিতে উৎসাহিত করুন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ