কলকাতা 

ভেজাল দুধ কারখানার হদিশ খাস কলকাতায় , গ্রেপ্তার ৩

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : খাস কলকাতার মধ্যাঞ্চলে দিনের আলোয় তৈরি হচ্ছিল নকল দুধ। হাতে -নাতে ধরা পড়ল নকল দুধ চক্র। নকল দুধ চক্রে জড়িত থাকার অভিযোগে বৈঠকখানা রোডের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। অভিযুক্তরা সকলেই নকল দুধ তৈরি করার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিস।

পুলিস সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ৯টি ক্যানে ৩২১ লিটার দুধ, কেজি কেমিক্যাল পাউডার, ২২ কেজি অ্যারারুট ১১ কেজি গুঁড়ো দুধ উদ্ধার হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে নকল দুধ তৈরি করার বেশ কিছু  সরঞ্জাম। অভিযোগ, গরুর দুধে মেশানো হত ডিটারজেন্টও।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন খাটাল থেকে গোয়ালারা বড় বড় ক্যানে করে দুধ নিয়ে আসত শিয়ালদহের ১৫৭ নম্বর বৈঠকখানা রোডের এই বাড়িতে। এখান থেকেই দুধ নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হত।
জানা গিয়েছে, ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। এই এলাকাতেই বাড়ি ভাড়া করে থাকত তারা। নকল দুধের কারবারের ঘটনায় তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিস।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + nine =