মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে খুনের হুমকি
বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে খুনের হুমকি দেওয়া হল। মোবাইলে মেসেজ পাঠিয়ে এই হুমকি দেয়া হয়েছে তাতে লেখা হয়েছে, ‘মুসে ওয়ালার মতো হাল করব তোর। দিল্লিতে যদি দেখতে পাই, তা হলে একে ৪৭ দিয়ে গুলি করে মারব। সলমন আর তুই ফিক্স।’
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এই হুমকি বার্তা পাঠিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্যাংস্টার লরেন্সের নামেই ওই বার্তা পাঠানো হয়েছে রাউতকে। যে ব্যক্তি এই বার্তা দিয়েছেন তিনি, পুণের বাসিন্দা বলেই প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। তবে তাঁকে এখনও চিহ্নিত করা যায়নি।
খুনের হুমকি প্রসঙ্গে সাংসদ রাউতের দাবি, এই প্রথম বার নয়, এর আগেও একাধিক বার হুমকি বার্তা পেয়েছেন তিনি। মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের পর তাঁর নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রাউতের। তাঁর কথায়, “এ বিষয়ে আমি কাউকেই চিঠি লিখে জানাইনি। এক জন মুখ্যমন্ত্রীর পুত্র আমার উপর হামলার করার ষড়যন্ত্র করছেন। সত্যটা কী, আমি জানি।”