দেশ 

কংগ্রেস রামমন্দির নির্মাণের বিরোধী নয়৷ কিন্তু ওই জায়গাটি নিয়ে বিতর্ক আছে৷ ভগবান রাম জানলে তিনি নিশ্চয়ই চাইবেন না এমন জায়গায় মন্দির নির্মাণ হোক : দিগ্বিজয় সিং

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুসলিম শাসনামলে এই দেশের হিন্দুরা কোনোদিন নিরাপত্তাহীনতা ভুগেছে বলে অভিযোগ করেনি। কিন্ত আজ ‘হিন্দু ধর্ম এখন গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে’ বলে কিছু নেতা বলে বেড়াচ্ছেন । এখন তো হিন্দু ধর্মের রক্ষকরাই ক্ষমতায় আছেন তাহলে কেন এই নিরাপত্তাহীনতা? এই প্রশ্ন তুললেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ তিনি বলেন, ‘‘ কিছু নেতা বিদেশে গিয়ে বলে বেড়ান, হিন্দু ধর্মের উপর সঙ্কট ঘনিয়ে এসেছে ৷ ৫০০ বছর আগে মুঘল জমানায় হিন্দু ধর্মের সংহতি বজায় ছিল ৷ তাহলে একজন হিন্দু প্রধানমন্ত্রী ও হিন্দু রাষ্ট্রপতির আমলে এই ধর্ম বিপন্ন হতে চলেছে এমন ভাবার তো কারণ নেই৷ যদি তাই হয় তাহলে যারা ক্ষমতায় বসে আছেন তারা ছদ্মবেশী৷’’

প্রবীণ এই কংগ্রেস নেতা  রামমন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে নিশানা বলেন , ভোট আসলেই রামমন্দির তৈরির জিগির তুলে দেয় গেরুয়া শিবির । তিনি আরও বলেন,‘‘এটা আশ্চর্যের বিষয় ভোট আসলেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের ধুনো তোলা হয় ৷ কংগ্রেস রামমন্দির নির্মাণের বিরোধী নয়৷ কিন্তু ওই জায়গাটি নিয়ে বিতর্ক আছে৷ ভগবান রাম জানলে তিনি নিশ্চয়ই চাইবেন না এমন জায়গায় মন্দির নির্মাণ হোক৷’’

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেন রামমন্দির নির্মাণে বাধা দিয়ে চলেছে কংগ্রেস ।  তারা চায় না সেখানে মন্দির তৈরি হোক৷ এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং রামমন্দির নির্মাণ বিজেপি দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন । তিনি বলেন, ‘‘ একদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন রাম চাইলেই মন্দির তৈরি হবে সেখানে অন্যদিকে তাদের দলের নেতারাই অধ্যাদেশ এনে মন্দির গঠনের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে৷ ওরা আসলে মন্দির নিয়ে বিতর্ক জিইয়ে রাখতে চায়৷’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 14 =