আন্তর্জাতিক 

আন্তর্জাতিক সুশীল সমাজের চাপেই কি শহিদুল মুক্তি পেতে চলেছে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি নাগরিক তথা ব্রিটেনের নাগরিকত্ব নেওয়া আলোকচিত্রী শহিদুল আলম কী শীঘ্র মুক্তি পেতে চলেছেন। তিনি জামিন পেয়েছেন ৷ এই আলোকচিত্রীর মুক্তির দাবিতে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে । এমনকী আন্তর্জাতিক সুশীল সমাজ বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন, দ্রুত মুক্তি দেওয়া হোক শহিদুলকে৷

ঢাকায় বাসের ধাক্কায় দুই পড়ুয়ার মৃত্যুর জেরে সম্প্রতি বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলন চলে৷ এর জেরে পরিস্থিতি বেলাগাম হয়ে যায়৷ রাস্তায় রাস্তায় অবরোধে অচল হয়ে পড়ে বাংলাদেশ৷ সরকারের অভিযোগ, আন্দোলনকারীদের পক্ষ নিয়ে সোশ্যাল সাইটে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন শহিদুল আলম৷ তাঁকে সহ আরও কয়েকজনকে তথ্যপ্রযুক্তি আইনের বলে গ্রেফতার করা হয়৷

Advertisement

সবাইকে মুক্তি দেওয়া হলেও শহিদুল আলমের মুক্তি নিয়ে টালবাহানা চলছিলই৷ তখনই বিশ্বজুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে৷ আন্তর্জাতিক চাপ তৈরি হয় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের উপর৷ ভারত, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে হয় প্রতিবাদ৷ আন্তর্জাতিক সুশীল সমাজের পক্ষে সোশ্যাল সাইটে চিঠি লিখে দ্রুত শহিদুল আলমকে মুক্তি দেওয়ার আবেদন করা হয়৷এসবের মধ্যে জেলেই ছিলেন শহিদুল৷

বৃহস্পতিবার তথ্য আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলম জামিন পেয়েছেন। বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এতে তাঁর কারামুক্তিতে আইনগত কোনও বাধা নেই বলে জানিয়েছেন তাঁর অন্যতম আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

সরকারপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।এদিকে প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায় বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন ‘আমার আশা, শিগগিরই ঢাকায় আমাদের দেখা হবে’৷ শহিদুল আলমের আটকের একশ দিন উপলক্ষে অরুন্ধতী এই চিঠি দিয়েছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five − 3 =