কলকাতা 

প্রাথমিক বিদ্যালয় খুলতে গেলেও এবার রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে জানালেন শিক্ষামন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ইসলামপুরের জায়গায় ঈশ্বরপুর লেখার জের ! এবার থেকে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে নতুন স্কুল খুলতে গেলেই আগে প্রশাসনিক ছাড়পত্র নিতে হবে। তা নানিলে সরকারের অনুমোদন মিলবে না ।

এপ্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আগে বলেছিলাম ক্লাস ফাইভ পর্যন্ত প্রশাসনিক ছাড়পত্রের প্রয়োজন নেই। আমি এবার বলেছি ফাইভ থেকে এইট এবং নিচু ক্লাস দু’টো ক্ষেত্রেই একটা প্রশাসনিক ছাড়পত্র দরকার। ছাড়পত্র আসার পরই সেটা স্কুল শিক্ষা দপ্তরে আসবে, তার আগে আসতে পারবে না।”

Advertisement

ইসলামপুরের জায়গায় সরস্বতী ‍বিদ্যামন্দির স্কুলের বাইরের বোর্ডে ঈশ্বরপুর লেখা থাকার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, “ওরা লিখেছে না কারা লিখেছে সেটা আমার জানার দরকার নেই। আমি আমার ডেইলি করেসপন্ডেট যেটা সেইটা তো দেখব।  আমাদের প্রাথমিক তদন্তে আমরা কিছু পাইনি। তবে ওটা যে লাগিয়েছে তার জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেব।”

স্কুলটির অনুমোদন কি বাতিল করা হবে ? এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “শুধু ওই স্কুল কেন ? সব স্কুলেরই অনুমোদন বাতিল করা হবে। যদি দেখা যায় তারা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিত পঠনপাঠন ছাড়া অন্য কিছু করছে, তাদের সবারই অনুমোদন বাতিল করব।”

তবে যাইহোক, এবার থেকে নতুন স্কুল চালুর অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সরকার যে আরও কড়া হবে তা স্পষ্ট করে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “ছোটো স্কুল, তা ওয়ান হোক বা টু। সবার জন্যই আমরা আইন এমনভাবে বদলে দেব যাতে এই ধরনের স্কুল অনুমোদন পাওয়ার আগে ব্যাপারটা রাজ্যস্তরে আসে। সেখানে আসার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যাতে প্রশাসনিক ছাড়পত্র নেওয়া হয়। এখন যে অনুমোদন দেওয়া হয় সেখানে প্রশাসনিক ছাড়পত্র থাকে না।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 20 =