কলকাতা 

ভগবানগোলাতে দমকল কেন্দ্র খুব তাড়াতাড়ি হবে বলে , বিধানসভাতে আশ্বাস দিলেন দমকল মন্ত্রী শ্রী সূজিত বসু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: গতকাল (১১ই মার্চ শনিবার,) পশ্চিমবঙ্গ বিধানসভায় ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলাতে একটি দমকল কেন্দ্র খুব তাড়াতাড়ি করা প্রয়োজন। তিনি বলেন,বাংলাদেশ লাগোয়া ভগবানগোলা বিধানসভা বিরাট এলাকা।

তিনি আরও বলেন, কাছাকাছি কোন দমকল কেন্দ্র নেই।যারফলে অন্য জায়গা থেকে দমকল আসতে আসতে,, আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। ইতিমধ্যে বহু বাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি বহু গরু,ছাগল আগুনে পুড়ে মরে গেছে, মানুষ আজে বাজে কথা বলছে। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু ভালো কাজ করে চলেছেন। তবে আমার বিনীত আবেদন, ভগবানগোলাতে দমকল কেন্দ্রটি খুব তাড়াতাড়ি করলে সাধারণ মানুষের দুশ্চিন্তা কমবে।।

Advertisement

ইদ্রিস আলীর বক্তব্যের পর, দমকল মন্ত্রী বিধানসভাতে উপস্থিত থেকে বলেন, দমকল কেন্দ্র ব্যাপারটি আমার নজরে আছে।আমি ভগবানগোলাতে গেছি,দমকল কেন্দ্রটি যত তাড়াতাড়ি সম্ভব করা হবে।

বিধানসভাতে বিধায়ক ইদ্রিস আলী, Hon’ble speaker শ্রী বিমান ব্যানার্জি এবং দমকল মন্ত্রী শ্রী সুজিত বসুকে ধন্যবাদ জানান। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় মাননীয় স্পীকার শ্রী বিমান ব্যানার্জি মাধ্যমে, দমকল মন্ত্রী শ্রী সুজিত বসুর কাছে উল্লেখ পর্বে এই আবেদন জানান বিধায়ক ইদ্রিস আলী।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ