জেলা 

আন্ এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির পক্ষ থেকে বীরভূমের জেলাশাসককে ডেপুটেশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গ আন্- এডেড মাদ্রাসা বাঁচাও কমিটি জেলায় জেলায় কমসূচী নিয়েছে গত ১২ ই নভেম্বর থেকে। বীরভূম জেলায় ২৩ টি অনুমোদিত আন এডেড মাদ্রাসার শিক্ষকরা চার দফা দাবী নিয়ে জেলাশাসক কে ডেপুটেশন দিল। দাবী গুলি — ( ১ ) ০৮/০২/২০১৩ সালের নোটিফিকেশন বাস্তবায়িত করা। ( ২ ) SPQEM এর বকেয়া ৩০ মাসের বেতন দেওয়া। ( ৩ ) সমস্ত শিক্ষক ও অশিক্ষকদের বেতন চালু করা। ( ৪ ) ২০১৯ সালে মাদ্রাসাগুলিতে extension দেওয়া।
বীরভূম জেলার আন্ এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির জেলা সভাপতি হাসিবুর রহমান বাংলার জনরব কে জানান, জেলাশাসক ডেপুটেশন নেওয়ার পর বললেন – আপনাদের দাবীগুলি যুক্তিসঙ্গত। সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এই দাবিগুলি পাঠিয়ে দেবেন ।
পশ্চিমবঙ্গ আন্ -এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির রাজ্য সম্পাদক আব্দুল ওহাব মোল্লা বাংলার জনরবকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজে থেকেই আন-এডেড মাদ্রাসা অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছিল । কিন্ত এখন দেখা যাচ্ছে আন-এডেড মাদ্রাসাগুলির উন্নয়নে কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্প নিয়েছে সেগুলির বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না । শিক্ষায় ও কমসংস্থানে র উপর সরকার সংখ্যালঘুদের উপর যদি জোর দেয় তবেই সংখ্যালঘুরা এগিয়ে যেতে পারবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + two =